মাস্ক (Mask) না পরে সেলফি (Selfie) তোলায় জরিমানা চিলির প্রেসিডেন্টের!
প্রেসিডেন্ট অবশ্য ঘটনার পরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।
![মাস্ক (Mask) না পরে সেলফি (Selfie) তোলায় জরিমানা চিলির প্রেসিডেন্টের! মাস্ক (Mask) না পরে সেলফি (Selfie) তোলায় জরিমানা চিলির প্রেসিডেন্টের!](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/12/20/296848-chile-president.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাস্ক না পরার জন্য চিলিয়ান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা (Chilean President Sebastian Pinera)র জরিমানা হল। ঘটনাটি ঘটেছে শুক্রবার। Chilean president-র জরিমানা ধার্য হয়েছে ৩,৫০০ ডলার ($3,500)। সমুদ্রতীরে একজনের সঙ্গে সেলফি তুলেছেন সেবাস্তিয়ান। কিন্তু করোনা অতিমারীর জন্য মাস্ক এখন সর্বক্ষণের জন্য বাধ্যতামূলক সে দেশে। এর অন্যথা হওয়ায় এই জরিমানা হয়েছে।
কেন খামোখা সেলফি তুলতে গেলেন চিলির প্রেসিডেন্ট?
আসলে, সেবাস্তিয়ান পিনেরা তাঁর বাড়ির কাছে সমুদ্রতীরে হাঁটছিলেন। সেখানে এক মহিলা তাঁকে চিনতে পারেন এবং তাঁর সঙ্গে সেলফি তোলার অনুরোধ জানান। অনুরোধ ফেলতে পারেননি প্রেসিডেন্ট। ছবিতে দেখা যায়, ওই মহিলার বেশ কাছে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রেসিডেন্ট মহাশয়। এবং তাঁর মুখে মাস্ক নেই। ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে এই বিপর্যয়। প্রেসিডেন্ট অবশ্য ঘটনার পরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন।
জনসমক্ষে মাস্ক পরা কঠোর ভাবে বাধ্যতামূলক চিলিতে। শুধু জরিমানা নয়, এর শাস্তিস্বরূপ কারাবাসের নিয়মও বহাল সে দেশে।
also read: Kabul Explosion: কাবুল শহরে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৯