ইচ্ছাকৃতভাবে করলে চিনকে বরদাস্ত নয়, সাফ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের

 ট্রাম্প আরও জানিয়েছেন চিন করোনা সংক্রমণের উৎস সন্ধানে আমেরিকার হস্তক্ষেপ চায়নি। হয়তো তাঁরা জানে কিছু খারাপ বেরিয়ে আসতে পারে তদন্ত থেকে, তাই তাঁরা নিজেরাই তদন্ত করছে

Updated By: Apr 19, 2020, 01:51 PM IST
ইচ্ছাকৃতভাবে করলে চিনকে বরদাস্ত নয়, সাফ হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্টের
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন:   চিন যদি ইচ্ছাকৃতভাবে সারা বিশ্বে করোনাভাইরাস ছড়িয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক সম্মোলনে হোয়াইট হাউস থেকে সরাসরি এমনই হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, চিন  চাইলেই ভাইরাসটির সারা বিশ্বে ছড়িয়ে পড়া আটকানো যেতে পারত। কিন্তু সেটা করেনি চিন। ওদের ভুলের জন্য এখন গোটা পৃথিবীকে ভুগতে হচ্ছে।

করোনাভাইরাস উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। প্রায় ১ লক্ষ ৫৭ হাজার মানুষের প্রাণ গেছে। এর জন্য কী চিনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে! এই প্রশ্নের উত্তরে ট্রাম্প সাফ জানিয়ে দেন  যদি চিন এটা জেনে বুঝে ইচ্ছাকৃত ভাবে করে থাকে তাহলে কঠোর ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে। আর যদি এটা চিনের ভুল হয়ে থাকে তাহলে অন্য বিষয়।

আরও পড়ুন- রুশ মহাকাশবিজ্ঞানী করোনায় আক্রান্ত, মারণ ভাইরাসের সংক্রমণের আশঙ্কা এবার মহাকাশে

 ট্রাম্প আরও জানিয়েছেন চিন করোনা সংক্রমণের উৎস সন্ধানে আমেরিকার হস্তক্ষেপ চায়নি। হয়তো তাঁরা জানে কিছু খারাপ বেরিয়ে আসতে পারে তদন্ত থেকে, তাই তাঁরা নিজেরাই তদন্ত করছে। দেখা যাক ওদের তদন্ত থেকে কী বেরিয়ে আসে। আমরা আমাদের মতো তদন্ত চালাচ্ছি। এমনটাই জানিয়েছেন ট্রাম্প। চিন থেকে দুর্ঘটনার কারণে করোনাভাইরাস ছড়িয়েছে এমনটা মানতে রাজি নয় আমেরিকা। এই কথা স্পষ্ট জানিয়ে দিয়েছে ট্রাম্প প্রশাসন।

করোনা সংক্রমণকে কেন্দ্র করে  চিন আর আমেরিকার কূটনৈতিক তরজা নতুন নয়। এর আগে বারবার তথ্য গোপনের অভিযোগে শি জিনপিংয়ের  বিরুদ্ধে সরব হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার মিলিটারি বাহিনী চিনে ভাইরাস ছড়িয়েছে , এমন পাল্টা তোপও দেগেছে চিনের বিদেশ মন্ত্রক। কিন্তু এবার ট্রাম্পের অভিযোগ ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃত, চিনের ভুলেই আজ গোটা বিশ্ব এই ভাইরাসের কবলে পড়েছে। যদিও মার্কিণ সংবাদ মাধ্যমের কোনও তথ্যই মানতে রাজি নয় চিন। তথ্যগুলির কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই বলে বিদ্রুপ করেছে চিনের বিদেশ মন্ত্রক। তবে করোনাভাইরাসকে ঘিরে চিন ও আমেরিকার এই বাকযুদ্ধের মধ্যেই হুহু করে সারা বিশ্বে বেড়ে চলেছে মৃত ও আতঙ্কের সংখ্যা। এপর্যন্ত সারা বিশ্বে মোট করোনা আক্রান্ত ২৩ লক্ষেরও বেশি মানুষ।

.