প্রকৃতির রোষে বেকায়দায় চিন! বন্যায় নিখোঁজ ১০৬, ক্ষতিগ্রস্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষ
প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। খুঁজে পাওয়া যাচ্ছেনা কমপক্ষে ১০৬ জনকে।
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/02/09/174783-picture3.jpg?itok=_rGqEQYp)
![প্রকৃতির রোষে বেকায়দায় চিন! বন্যায় নিখোঁজ ১০৬, ক্ষতিগ্রস্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষ প্রকৃতির রোষে বেকায়দায় চিন! বন্যায় নিখোঁজ ১০৬, ক্ষতিগ্রস্ত ১ কোটি ৫০ লক্ষ মানুষ](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/07/05/259623-flood-at-china.jpeg)
নিজস্ব প্রতিবেদন: প্রকৃতির রোষে চিন। লাগাতার চলতে থাকা বৃষ্টির জেরে ভারী বন্যায় ভাসছে চিনের দক্ষিণ অংশ। প্রবল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১ কোটি ৫০ লক্ষ মানুষ। খুঁজে পাওয়া যাচ্ছেনা কমপক্ষে ১০৬ জনকে।
প্রবল বৃষ্টির জেরে নদীর জলেই ভাসছে চিনের একাংশ। এ বছর করোনাভাইরাসের জন্য বন্যার মোকাবিলা ঠিকমতো করতে পারছে না জিনপিং প্রশাসন। একথা বলছে খোদ চিনের কমিউনিস্ট পার্টির সংবাদপত্র।
টানা বৃষ্টিপাতের পরেও এখনই কালো মেঘ কেটে জাওয়ার কোনও সম্ভাবনা নেই । একথাও জানিয়েছে সে দেশের হাওয়া অফিস। বন্যার ধাক্বায় ব্যপক ক্ষতি হয়েছে হুবেই প্রদেশে। এই প্রদেশের রাজধানী উহান থেকেই করোনা ছড়িয়েছে সর্বত্র। এছাড়া হুবেই প্রদেশের একটি শহর সম্পূর্ণ ইয়াংতজে নদীর জলের তলায় চলে গিয়েছে।
আরও পড়ুন: 'কাশ্মীরের মানুষ পাকিস্তান থেকে স্বাধীনতা চায়', Hack হয়ে গেল Pok-র সরকারি ওয়েবসাইট
একটি পর্যটন শহর ইয়াংশুরও বন্যায় বেহাল অবস্থা। প্রায় ১ হাজার হোটেল ও ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার। এক দিকে লাগাতার ধেয়ে আসা পশ্চিমি বাক্য়বাণের আঘাত অন্য দিকে হংকংয়ে প্রতিবাদ, সীমান্তে ভারত তার উপর বন্য়া। ড্রাগনের দেশ খুব চাপে।