পাকিস্তানে ৯ মিলিট্যান্টের মৃত্যুদণ্ড ঘোষণা করলেন আর্মি প্রধান
সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। ৯ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন পাকিস্তানের আর্মি প্রধান রাহিল শরিফ। ওই ৯ পাক সন্ত্রাসীদের জঘন্য অপরাধের শাস্তি হিসেবেই পাকিস্তানের আর্মি প্রধান রাহিল শরিফ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন বলে দাবি ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন (ISPR)।
ওয়েব ডেস্ক: সন্ত্রাসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ। ৯ সন্ত্রাসীর মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করলেন পাকিস্তানের আর্মি প্রধান রাহিল শরিফ। ওই ৯ পাক সন্ত্রাসীদের জঘন্য অপরাধের শাস্তি হিসেবেই পাকিস্তানের আর্মি প্রধান রাহিল শরিফ মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করেছেন বলে দাবি ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন (ISPR)।
Rawalpindi, 7 Nov 2016: Today Chief of Army Staff confirmed death sentences awarded to another 9 hardcore... https://t.co/iJz3wTOJvC
— ISPR (@ISPR_Official) November 7, 2016
চিফ অব দ্য আর্মি স্টাফ তাঁদের ফেসবুকের পাতায় উল্লেখ করেছে, "৯ মিলিট্যান্ট জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত ছিলেন। পাকিস্তানের বহু সাধারণ মানুষ, এই সন্ত্রাসীদের সন্ত্রাসের শিকার হয়েছেন। প্রাণ গিয়েছে সাধারণ নাগরিকদের। পাকিস্তান সৈন্যদের ওপরও আক্রমণ করেছে এই ৯ মিলিট্যান্ট। এই সমস্ত অপরাধকে বিচার বিবেচনা করেই কঠোর শাস্তির রায় দিয়েছেন আর্মি প্রধান"।
এই ৯ সন্ত্রাসবাদী হল-
এক। সাজিদ (ইব্রাহিমের ছেলে)
দুই। জাভেদ খান
তিন। ফজল-ই-হক্
চার। ফজল রহমান
পাঁচ। জাহিদ খান
ছয়। উমর সাইদ
সাত। রহমত (ইসমাইল খানের ছেলে)
আট। ওয়াক্ত ওয়ালি
নয়। নাজির আহমেদ