রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডা নদীর জলে পড়ল বিমান
সংবাদসংস্থা সূত্রের খবর, স্থানীয় সময় ৯.৪০ মিনিটে গুয়ান্তানামো বে-র মার্কিন নৌসেনার বিমানঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সামনেই ফ্লোরিডা নদীর জলে পড়ে বিমানটি।
![রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডা নদীর জলে পড়ল বিমান রানওয়ে থেকে ছিটকে ফ্লোরিডা নদীর জলে পড়ল বিমান](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2019/05/04/190877-xvsahc.jpg)
নিজস্ব প্রতিবেদন: কিউবার গুয়ান্তানামো বে-তে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে নদীতে পড়ল বিমান। বোয়িং ৭৩৭ বিমানটি পরিচালনা করে মিয়ামি এয়ার বিমানসংস্থা। বিমানের ১৩৬ জন যাত্রী নিরাপদে রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় শেরিফ।
সংবাদসংস্থা সূত্রের খবর, স্থানীয় সময় ৯.৪০ মিনিটে গুয়ান্তানামো বে-র মার্কিন নৌসেনার বিমানঘাঁটিতে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে সামনেই ফ্লোরিডা নদীর জলে পড়ে বিমানটি। জরুরি ভিত্তিতে উদ্ধার করা হয় বিমানের যাত্রীদের। বিমানের ১৩৬ জন যাত্রীর প্রায় প্রত্যেকেই মার্কিন সরকারি কর্মচারী বলে জানা গিয়েছে।
বিমানটির ছবি প্রকাশ করেছে স্থানীয় জ্যাকসনভিলে শেরিফের দফতর। তাতে দেখা যাচ্ছে বিমানে চাকাগুলি সম্পূর্ণ জলের তলায়। তবে দরজা পর্যন্ত পৌঁছতে পারেনি জল। তবে রানওয়ে থেকে বিমান কী করে জলে পড়ল তার খবর এখনও পাওয়া যায়নি।