বিতর্কিত ছবি নিয়ে মার্কিন বিরোধী বিক্ষোভ এবার ইউরোপেও
বিতর্কিত ছবি নিয়ে মার্কিন বিরোধী বিক্ষোভ মধ্যপ্রাচ্যের পর ছড়িয়ে পড়ল ইউরোপে। ফ্রান্স এবং বেলজিয়ামে বিক্ষোভ দেখানো হয় মার্কিন দূতাবাসের সামনে।এদিকে নতুন করে অশান্তির খবর পাওয়া গিয়েছে আফগানিস্তান এবং ইয়েমেন থেকেও।
বিতর্কিত ছবি নিয়ে মার্কিন বিরোধী বিক্ষোভ মধ্যপ্রাচ্যের পর ছড়িয়ে পড়ল ইউরোপে। ফ্রান্স এবং বেলজিয়ামে বিক্ষোভ দেখানো হয় মার্কিন দূতাবাসের সামনে।এদিকে নতুন করে অশান্তির খবর পাওয়া গিয়েছে আফগানিস্তান এবং ইয়েমেন থেকেও। প্রতিবাদ আন্দোলনের জেরে টিউনিশিয়া এবং সুদান থেকে বহু দূতাবাসকর্মীকে ফিরে আসতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আর এই নির্দেশ ঘিরেই নতুন করে অশান্তি দানা বেঁধেছে।
সুদানে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপত্তার জন্য ইউএস মেরিনকে ঢোকার অনুমতি দেয়নি সেদেশের প্রশাসন। সুদানে ইতিমধ্যেই নিজেদের দূতাবাস বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কানাডা সরকার। একটি বিতর্কিত ভিডিও ছবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে বিক্ষোভে উত্তাল হয়ে ওছে মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার একাধিক দেশ। বিক্ষোভের আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সাধারণ মানুষের কাছে ইতিমধ্যেই শান্তি বজায় রাখার আবেদনও জানিয়েছেন ওই দেশগুলির রাজনৈতিক নেতারা। কিন্তু, তাতে কাজের কাজ খুব একটা হয়নি। ইউরোপের একাধিক দেশেও শুরু হয়েছে বিক্ষোভ।