করোনাভাইরাস তৈরি হয়েছিল উহানের সরকারি ল্যাবে, চাঞ্চল্যকর দাবি চিনা ভাইরাস বিশেষজ্ঞের

গত বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করছেন ইয়ান

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Sep 13, 2020, 08:28 PM IST
করোনাভাইরাস তৈরি হয়েছিল উহানের সরকারি ল্যাবে, চাঞ্চল্যকর দাবি চিনা ভাইরাস বিশেষজ্ঞের
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্তরাষ্ট্র তো গোড়া থেকেই চেষ্টা করে আসছে কীভাবে করোনাভাইরাস তৈরির জন্য চিনকেই কাঠগড়ায় তোলা যায়। এনিয়ে বিতর্ক উঠেও থমকে গিয়েছিল। তবে তা ফের উস্কে দিলেন চিনের এক ভাইরাস বিশেষজ্ঞ।

আরও পড়ুন-''আশা করি ন্যায়বিচার পাব'', রাজ্যপালের সঙ্গে দেখা করার পর বললেন কঙ্গনা

চিনের ভাইরোলজিস্ট ড. লি মেং ইয়ান দাবি করেছেন তাঁর হাতে প্রমাণ রয়েছে যে করোনা ভাইরাস তৈরি করা হয়েছিল চিনের এক সরকারি ল্য়াবে। এনিয়ে তিনি চিন সরকারকে সতর্কও করেছিলেন। কিন্তু সেই কথায় কান দেয়নি সরকারি আধিকারিকরা।

উল্লেখ্য, গত ৬ মাসে করোনাভাইরাসের উত্পত্তি নিয়ে একাধিক তত্ত্ব উঠে এসেছে। তবে একটা ব্যাপারে দুনিয়ার বেশিরভাগ বিজ্ঞানীরাই একমত যে কোভিড এসেছে কোনও বাদুড়বাহী ভাইরাস থেকে।

গত বছর প্রথমে এই ভাইরাসের দেখা মেলে উহানের এক বাজারে। কিন্তু ওই দাবি উড়িয়ে দিয়েছেন ড. লি মেং ইয়ান । টিভি চ্যানেল WION-এ তিনি বলেন, করোনাভাইরাসের প্রকৃতি থেকে আসেনি। এক গঠনগত বৈশিষ্ট আলাদা। এই ভাইরাস এসেছে চিনের কোনও ল্যাব থেকেই। কারণ তা না হলে শুধুমাত্র চিনেই এর দেখা মিলতো না।

আরও পড়ুন-পুজোর মরসুমেই লক্ষ্মীলাভ! করোনা আবহে পর্যটনের হাল ফেরাতে কোমর বাঁধছে রাজ্য

গত বছর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে গবেষণা করছেন ইয়ান। তিনি জানিয়েছেন, করোনাভাইরাস নিয়ে মুখ খোলায় তাঁকে ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল। ফলে প্রাণ বাঁচাতে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পালিয়ে এসেছেন।

.