ক্রিসমাস আর বার্থ ডে কেক যারা আজ একসঙ্গে কাটলেন

২৫ ডিসেম্বর নাকি যিশুর জন্মদিন উপলক্ষ্যেই সেজে ওঠে বিশ্ব। পালিত হয় ক্রিসমাস। কাটা হয় কেক। কেক তো আবার জন্মদিনেও কাটতে হয়। চলুন দেখিনি তাহলে যেসব সেলেবরা একই দিন ক্রিসমাস আর বার্থ ডে কেক কাটলেন তাদের।

Updated By: Dec 25, 2013, 06:46 PM IST

-------------------------------------------
২৫ ডিসেম্বর যিশুর জন্মদিন উপলক্ষ্যেই সেজে ওঠে বিশ্ব। পালিত হয় ক্রিসমাস। কাটা হয় কেক। কেক তো আবার জন্মদিনেও কাটতে হয়। চলুন দেখিনি তাহলে যেসব সেলেবরা একই দিন ক্রিসমাস আর বার্থ ডে কেক কাটলেন তাদের। (আপনার কিংবা আপনার কোনও বন্ধু, আত্মীয়র জন্মদিন কী আজ। জানান আমাদের। নিচের লিঙ্কে ক্লিক করে।

প্রিয়া রাই - জন্ম-২৫ ডিসেম্বর, ১৯৭৭। দিল্লির মেয়ে প্রিয়া পর্ন নায়িকা হিসাবে এখন দুনিয়া জোড়া খ্যাতি। তবে এবার পা বাড়াচ্ছেন বলিউডের দিকে। এনাকে বলা হচ্ছে সানি লিওন টু। সে হন প্রিয়ার জন্ম আর যীশু খ্রিস্টর জন্মদিন একই দিনে। বড়দিনে তাই বার্থ ডে কেক আর ক্রিসমাস কেক একসঙ্গে কাটবেন এই পর্নস্টার।

নওয়াজ শরিফ (পাকিস্তানের প্রধানমন্ত্রী)-- জন্ম-২৫ ডিসেম্বর, ১৯৪৯। আচ্ছা দিনে জন্মেছেন নওয়াজ। পাকিস্তানের এখন যা হাল তাতে নওয়াজকে যিশুই হতে হবে।

জ্যাকি ভাগনানি (বলিউড নায়ক)--জন্ম-২৫ ডিসেম্বর, ১৯৮৪। `রংরেজ` সিনেমায় গ্যাংনামকে এত খারাপভাবে নেমেছেন যে তাঁকে বলা হয় ব্যাডডান্স স্টাইল। বড়লোক বাবা ভাসু ভাগনানি (নামকরা প্রযোজক) ছেলে জ্যাকির জন্মদিন আজ, ২৫ ডিসেম্বর। বাবার দৌলতে চারটের (কাল কিস নে দেখা, ফালতু, আজব গজব লাভ, রংরেজ) মত বলিউড সিনেমায় হিরো হয়েছেন। কিন্তু সাফল্য বলতে কিচ্ছু নেই। সেই জ্যাকি ক্রিসমাস আর বার্থ ডে কেক একসঙ্গে কাটলেন।

রাজু শ্রীবাস্তব (কমেডিয়ান)-জন্ম-২৫ ডিসেম্বর, ১৯৬৩। দেশকে খুব হাসানো রাজু শ্রীবাস্তব আজ বার্থ ডে বয়। বুঝতে পারছেন এমন একটা দিনে রাজু জন্মেছেন, যেদিন ক্রিসমাস। মানুষ একেবারে পার্টি -ফানি মুডে।

আলিস্টার কুক (ক্রিকেটার, ইংল্যান্ড) -জন্ম-২৫ ডিসেম্বর, ১৯৮৪। ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক কুক এখন বেশ চাপে। অ্যাসেজ সিরিজে ইংল্যান্ড একেবারে ধরাশায়ী হচ্ছে। ইংল্যান্ড ০-৩ পিছিয়ে হোয়াইটওয়াশ হওয়ার আশঙ্কা করছে। সেই কুক আজ কেক কাটছেন।
-----------------------------

আইজ্যাক নিউটনের জন্মদিনও আজ। অটলবিহারী বাজপেয়ীর ৮৯ তম জন্মদিনও আজ।

বড়দিনে মৃত্যুদিন- চার্লি চ্যাপলিন, গ্রেগরি পেক

.