বিধংসী আগুনে পুড়ল দুবাইয়ের ২ টাওয়ার
সোমবা্রের সন্ধেবেলা। হঠাতই শহরের আকাশ ছোঁয়া দুই বিল্ডিংয়ে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ওপর থেকে ভেঙে ভেঙে পড়ে জ্বলন্ত বিন্ডিংয়ের চাঁই। ঠিক যেন পৃথিবীর বুকে উল্কাপাত। আগুনের ঝলকানিতে গোটা এলাকা সোনালি রঙ ধারণ করেছিল। ১০০-র ও বেশি মানুষ কোনোরকমে বিল্ডিং থেকে পালিয়ে বাঁচে।
ওয়েব ডেস্ক: সোমবা্রের সন্ধেবেলা। হঠাতই শহরের আকাশ ছোঁয়া দুই বিল্ডিংয়ে দাউ দাউ করে জ্বলতে শুরু করে আগুন। ওপর থেকে ভেঙে ভেঙে পড়ে জ্বলন্ত বিন্ডিংয়ের চাঁই। ঠিক যেন পৃথিবীর বুকে উল্কাপাত। আগুনের ঝলকানিতে গোটা এলাকা সোনালি রঙ ধারণ করেছিল। ১০০-র ও বেশি মানুষ কোনোরকমে বিল্ডিং থেকে পালিয়ে বাঁচে।
সোমবার এমনই এক বিধ্বংসী আগুনের শিকার হয় দুবাইয়ের উত্তর দিকে অবস্থিত আজমান শহরের দুটি বিশাল বিল্ডিং। আগুনের কবলে পড়ে ৩ হাজার অ্যাপার্টমেন্ট। অনেকক্ষণ ধরে আগুন জ্বলতে থাকার ফলে একসময় বিল্ডিংগুলো ভেঙে পড়তে থাকে। বিল্ডিংয়ের ভেতরে থাকা সব বাসিন্দাই শেষ পর্যন্ত বিল্ডিং থেকে বেড়িয়ে আসতে সক্ষম হয়। হতাহতের কোনও খবর নেই। ইন্টারনেটে এখন ভাইরাল এই বিধ্বংসী আগুনের ছবি। এই নিয়ে এক বছরে তৃতীয় বার এই রকম আগুন লাগার ঘটনা ঘটল সংযুক্ত আমিরশাহীতে।