আজ ভূত দিবস, জেনে নিন সারা বিশ্ব কীভাবে স্মরণ করে তেনাদের

আজ সেই দিন। অল সোলস ডে। ভূতেদের দিন। ভূতুরে পোশাক, ভূতুরে আবহে, ভ্যাম্পায়ার পার্টিতে এ দিন হ্যালোউইন উদযাপন করে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যালোউইন থেকে ভূতচতুর্দশী, বিশ্বের প্রায় সব প্রান্তেই রয়েছে ভূত দিবস পালনের রেওয়াজ। এমনকী বছরের প্রায় একই সময় সারা বিশ্ব পালিত হয় উত্‍সব। দেখে নেওয়া যাক কারা কীভাবে পালন করে এই দিন।

Updated By: Oct 31, 2014, 12:49 PM IST
আজ ভূত দিবস, জেনে নিন সারা বিশ্ব কীভাবে স্মরণ করে তেনাদের
photo courtesy: azulreceptionhall.com

ওয়েব ডেস্ক: আজ সেই দিন। অল সোলস ডে। ভূতেদের দিন। ভূতুরে পোশাক, ভূতুরে আবহে, ভ্যাম্পায়ার পার্টিতে এ দিন হ্যালোউইন উদযাপন করে ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যালোউইন থেকে ভূতচতুর্দশী, বিশ্বের প্রায় সব প্রান্তেই রয়েছে ভূত দিবস পালনের রেওয়াজ। এমনকী বছরের প্রায় একই সময় সারা বিশ্ব পালিত হয় উত্‍সব। দেখে নেওয়া যাক কারা কীভাবে পালন করে এই দিন।

লাতিন আমেরিকা

ডে অফ দ্য ডেড

মেক্সিকো ও স্পেনে এই দিনের নাম দিয়া দে লোস মুয়েরতোস অর্থাত্‍ ডে অফ দ্য ডেড। নভেম্বর মাসের ১ ও ২ তারিখে পালিত হয় মৃতদের দিন। প্রতি পরিবার প্রিয়জনদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানানোর পর মেতে ওঠে উত্‍সবে। ম্যাকাব্রেলি প্যারেড, কঙ্কালের সাজে উত্‍সব পালন করে লাতিন বিশ্ব। প্রায় হাজার বছরের পুরনো এই রেওয়াজ।

ছবি-ডে অফ দ্য ডে, লাতিন আমেরিকা

চিন

তেঙ্গ চেইহ

চিনে এই উত্‍সবের নাম তেঙ্গ চেইহ। তবে অক্টোবর/নভেম্বর মাসে নয়। চাইনিজ বছরের শেষে পালিত হয় তেঙ্গ চেইহ। এই উত্‍সবকে লন্ঠন উত্‍সবও বলা হয়। বিভিন্ন পশুপাখির আকারে তৈরি করা হয় লন্ঠন। সেই লন্ঠন জালিয়েই দূর করা হয় অশুভ শক্তি।

জাপান

ওবোন ফেস্টিভ্যাল

জাপানে এই উত্‍সবকে বলা হয় ফেস্টিভ্যাল অফ হাঙ্গরি গোস্টস। সারা গরমকাল জুরে জাপানে পালিত হয় ওবোন ফেস্টিভ্যাল। সারারাত ধরে আগুন জালিয়ে রাখেন জাপানিরা। রাস্তায় যেখানে সেখানে লাল লন্ঠন সত্যিই দেখার মতো দৃশ্য তৈরি করে।

ছবি-ওবোন ফেস্টিভ্যাল, জাপান

মধ্য ইউরোপ

অস্ট্রিয়া

৩০ অক্টোবর থেকে ৮ নভেম্বরের মধ্যে পালিত হয় অল সোলস উইক। অস্ট্রিয়ানরা একে বলে সেলিনোচে। এই সময় পূর্বপুরুষদের উদ্দেশ্যে টেবিলের ওপর রুটি, জল ও ল্যাম্প রেখে ঘুমোতে যান অস্ট্রিয়াবাসী। ১ নভেম্বরের সন্ধেবেলা পালন করা হয় অল সেন্টস ডে। এই দিন পুরো পরিবার একসঙ্গে সমাধিক্ষেত্রে প্রিয়জনদের জন্য প্রার্থনা করেন।

জার্মানি

হ্যালোউইনের রাতে ছুরি, কাঁচি সব লুকিয়ে রাখেন জার্মানরা। বার্লিনের হ্যালোউইন কস্টিউম পার্টি খুবই জনপ্রিয়।

চেক রিপাবলিক

একটু অন্যভাবে হ্যালোউইনের রাতে ফায়ারপ্লেসের পাশে পরিবারের প্রতি মৃত সদস্যের জন্য চেয়ার সাজিয়ে রাখেন চেকরা।

ভারত

ভূতচতুর্দশী

ভারতে কালীপুজো, অর্থাত্‍ দীপান্বিতা অমাবস্যার আগের রাতে পালিত হয় ভূত চতুর্দশী। চোদ্দ পুরুষের উদ্দেশে এ দিন সারারাত জ্বালানো হয় চোদ্দ প্রদীপ। খাওয়া হয় চোদ্দ শাকও।

 

 

.