ট্রাম্পের ডিগবাজি, পাকিস্তানীদের সবচেয়ে বুদ্ধিমান মানুষ, বলে শরিফের সঙ্গে দেখা করতে চাইলেন! দাবি ইসলামাবাদের
ডিগবাজি না ট্রাম্পবাজি! সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। যে ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচারে পাকিস্তানকে কার্যত একহাত নিয়েছিলেন, তিনিই এখন ভোটে জেতার পর আরেক হাত বাড়িয়ে দিলেন নওয়াজ শরিফের দেশের দিকে। পাকিস্তানের মিডিয়া সূত্রে খবর মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নওয়াজ শরিফের সঙ্গে। ট্রাম্প নাকি শরিফকে বলেছেন, আপনি দারুণ মানুষ। আপনি দারুণ কাজ করছেন। আপনার কাজের প্রভাব পরিষ্কার দেখা যাচ্ছে।'
ওয়েব ডেস্ক: ডিগবাজি না ট্রাম্পবাজি! সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা। যে ডোনাল্ড ট্রাম্প ভোটের প্রচারে পাকিস্তানকে কার্যত একহাত নিয়েছিলেন, তিনিই এখন ভোটে জেতার পর আরেক হাত বাড়িয়ে দিলেন নওয়াজ শরিফের দেশের দিকে। পাকিস্তানের মিডিয়া সূত্রে খবর মার্কিন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন নওয়াজ শরিফের সঙ্গে। ট্রাম্প নাকি শরিফকে বলেছেন, আপনি দারুণ মানুষ। আপনি দারুণ কাজ করছেন। আপনার কাজের প্রভাব পরিষ্কার দেখা যাচ্ছে।'
আরও পড়ুন- ২০৩০ সালে থেকে নিষিদ্ধ হবে পেট্রোল ও ডিজেল গাড়ি!
কথাটার আগে নাকি-র শব্দের ব্যবহার করতে হয়েছে কারণ এই কথাটা জানিয়েছে পাকিস্তান সরকার।
এমনও বলা হয়েছে ট্রাম্প নাকি শরিফকে বলেছেন, ''আপনার সঙ্গে খুব তাড়াতাড়ি মুখোমুখি সাক্ষাতের জন্য অপেক্ষায় আছি। যদিও আপনি একজন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি, কিন্তু আমার যেন কেন মনে হচ্ছে আমি দীর্ঘদিন ধরে আপনাকে চিনি।''এখানেই থেমে না থেকে ট্রামিপ নাকি শরিফকে বলেছেন, পাকিস্তানের নাগরিকরা সবচেয়ে বুদ্ধিমান মানুষ।
ট্রাম্প কিন্তু মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের অনেক আগে থেকেই পাকিস্তানের বিরোধিতা করে আসছেন।
প্রসঙ্গত, ২০০৬ সালে জর্জ বুশ শেষবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে পাকিস্তান সফরে যান।