খোলা হাওয়ায় দাঁড়াতে মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ ব্যক্তির
নেশা হল মানুষ কী না করে। এই যেমন ব্রিটেনে এয়ারবাস A320 বিমানের এক ব্রিটিশ যাত্রী। নেশা করে একেবারে মাঝ আকাশে বিমানের দরজা খুলতে গেলেন। বাধ্য হয়ে বিমানকে অন্য জায়গায় জরুরি অবরতণ করালেন পাইলট। ১৮০ আসন বিশিষ্ট এই এয়ারবাসটিকে আতঙ্কের জেরে বিমানটিকে গন্তব্যের থেকে প্রায় ৬৫০ মাইলে দূরে ফ্রান্সের বোর্দো শহরে অবতরণ করান চালক। ওই ব্যক্তিকে গ্রেফতার করে ফরাসি পুলিস।
![খোলা হাওয়ায় দাঁড়াতে মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ ব্যক্তির খোলা হাওয়ায় দাঁড়াতে মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা মদ্যপ ব্যক্তির](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/03/09/51207-ez.jpg)
ওয়েব ডেস্ক: নেশা হল মানুষ কী না করে। এই যেমন ব্রিটেনে এয়ারবাস A320 বিমানের এক ব্রিটিশ যাত্রী। নেশা করে একেবারে মাঝ আকাশে বিমানের দরজা খুলতে গেলেন। বাধ্য হয়ে বিমানকে অন্য জায়গায় জরুরি অবরতণ করালেন পাইলট। ১৮০ আসন বিশিষ্ট এই এয়ারবাসটিকে আতঙ্কের জেরে বিমানটিকে গন্তব্যের থেকে প্রায় ৬৫০ মাইলে দূরে ফ্রান্সের বোর্দো শহরে অবতরণ করান চালক। ওই ব্যক্তিকে গ্রেফতার করে ফরাসি পুলিস।
ঘটনার কথা জানায় বিমানেরই এক যাত্রী। তিনি জানান, মরক্কোর মারাকেশ থেকে ইংল্যান্ডের গ্যাটউইকে গামী ইজি জেটের ওই ফ্লাইটে শেষের দিকে বসা একজন মদ্যপ হয়ে বকবক করছিল। যখন মাটি থেকে প্রায় ৩০ হাজার ফুট উপরে বিমান, সেই ব্যক্তি তখন বলে, সে দরজা খুলে খোলা হাওয়ায় দাঁড়াবে। তখন সেই ব্যক্তির বান্ধবী তাঁকে বাধা দেয়। ঠেলে সরিয়ে ছুটে গিয়ে ব্যক্তি বিমানের দরজা খোলার চেষ্টা করেন। মদ্যপ ব্যক্তির বয়স মধ্য তিরিশের মধ্যে বলে জানা গিয়েছে।