রাত কাটতে না কাটতে এমিরেটসের মেনুতে ফিরল 'হিন্দু মিল'

বুধবার এমিরেটস এক বিবৃতি দিয়ে জানিয়েছিল,  যাত্রীদের মতামত নিয়েই তাদের মেনু থেকে বাদ দেওয়া হচ্ছে ‘হিন্দু মিল’

Updated By: Jul 5, 2018, 05:26 PM IST
রাত কাটতে না কাটতে এমিরেটসের মেনুতে ফিরল 'হিন্দু মিল'

নিজস্ব প্রতিবেদন: ২৪ ঘণ্টা কাটল না। চাপের মুখে পিছু হটল এমিরেটস এয়ারলাইন সংস্থা। তাদের খাদ্য তালিকায় ফিরিয়ে আনতে হল ‘হিন্দু মিল’। কর্তৃপক্ষ জানিয়েছে, ‘হিন্দু মিল’ বাতিলের সিদ্ধান্তে   সোশ্যাল মাধ্যমে নেতিবাচক বার্তা পৌঁছেছে। এরপর এই সিদ্ধান্ত থেকে সরে এসে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, আগের মতোই যাত্রীদের পরিবেশন করা হবে 'হিন্দু মিল'।

আরও পড়ুন- এমিরেটস-এ বাদ পড়ল হিন্দু মিল

প্রসঙ্গত, বুধবার এমিরেটস এক বিবৃতি দিয়ে জানিয়েছিল,  যাত্রীদের মতামত নিয়েই তাদের মেনু থেকে বাদ দেওয়া হচ্ছে ‘হিন্দু মিল’। তবে, এই সিদ্ধান্ত 'পরীক্ষামূলকভাবেই গ্রহণ করা হচ্ছে'। কর্তৃপক্ষ দাবি করে, দেশ এবং সংস্কৃতি বিচার করে নিরামিষ এবং আমিষের নানা পদ থাকবে যাত্রীদের জন্য।

আরও পড়ুন- ৩০ লক্ষ বছর আগে আড়াই বছরের শিশু দিব্যি গাছে চড়ত, বলছে গবেষণা

উল্লেখ্য, বিভিন্ন উড়ান সংস্থা তাদের খাদ্যতালিকায় ‘ধর্মের’ ভিত্তিতে নানা ধরনের পদ পরিবেশন করে। এয়ার ইন্ডিয়া, সিঙ্গাপুর এয়ারলাইনসের মতো বিমানসংস্থাও 'হিন্দু আমিষ' (গোমাংস, শূকরের মাংস, 'স্মোকড অ্যান্ড র ফিশ' থাকে না), 'মুসলিম মিল' (অ্যালকোহল, শুকর মাংস থাকে না) , 'কোশের মিল' (ইহুদি পদ)-এর বন্দোবস্ত।

আরও পড়ুন- শরণার্থী শিশুদের মুক্তির দাবিতে স্ট্যাচু অব লিবার্টির উপরে উঠে বিক্ষোভ মহিলার

.