মিউনিখে উগ্র মৌলবাদী হামলায় মৃত্যু হল একজনের
জার্মানির মিউনিখে উগ্র মৌলবাদী হামলায় মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। গ্রাফিং-বাহানফ স্টেশনে ধারালো অস্ত্র নিয়ে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। মুখে ছিল ধর্মীয় স্লোগান। গুরুতর জখম ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই একজনকে গ্রেফতার করেছে পুলিস। প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করেছেন তদন্তকারীরা। মিউনিখ স্টেশনের কাছে একাধিক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে জার্মান পুলিস। গুরুতর জখম চারজনের মধ্যে পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের। ঘটনার পর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মিউনিখ স্টেশন।
![মিউনিখে উগ্র মৌলবাদী হামলায় মৃত্যু হল একজনের মিউনিখে উগ্র মৌলবাদী হামলায় মৃত্যু হল একজনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/05/10/55115-pool-munich.jpg)
ওয়েব ডেস্ক: জার্মানির মিউনিখে উগ্র মৌলবাদী হামলায় মৃত্যু হল একজনের। গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন। গ্রাফিং-বাহানফ স্টেশনে ধারালো অস্ত্র নিয়ে যাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তি। মুখে ছিল ধর্মীয় স্লোগান। গুরুতর জখম ৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরই একজনকে গ্রেফতার করেছে পুলিস। প্রত্যক্ষদর্শীদের বয়ান নথিভুক্ত করেছেন তদন্তকারীরা। মিউনিখ স্টেশনের কাছে একাধিক যাত্রীকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে জানিয়েছে জার্মান পুলিস। গুরুতর জখম চারজনের মধ্যে পরে হাসপাতালে মৃত্যু হয় একজনের। ঘটনার পর নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে মিউনিখ স্টেশন।