ভারতে তৈরি ৫ কোটি ইউরোর ‘ফাইটার ড্রাগ’, আইএস জঙ্গিদের হাতে পড়ার আগেই পুলিসের জালে
![ভারতে তৈরি ৫ কোটি ইউরোর ‘ফাইটার ড্রাগ’, আইএস জঙ্গিদের হাতে পড়ার আগেই পুলিসের জালে ভারতে তৈরি ৫ কোটি ইউরোর ‘ফাইটার ড্রাগ’, আইএস জঙ্গিদের হাতে পড়ার আগেই পুলিসের জালে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/11/05/97968-2222.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিপুল টাকার মাদক ট্যাবলেট আটক করল ইতালির পুলিস। আইসিসের জন্য ‘ফাইটার ড্রাগ’ নামে ওই ২ কোটি ৪০ লাখ ট্যাবলেট নিয়ে যাওয়া হচ্ছিল লিবিয়ায়। সব মিলিয়ে ওই ট্যাবলেটের মূল্য ৫ কোটি ইউরো। কিন্তু গুরুত্বপূর্ণ খবর হল আইসিস জঙ্গিদের জন্য আফিং থেকে তৈরি ওই ড্রাগ পাঠানো হচ্ছিল ভারত থেকে। এমনটা দাবি করেছে ইতালির গোয়েন্দারা।
আরও পড়ুন-উত্তরপ্রদেশে রেল কনট্রাক্টরের হাতে নিগৃহীত জার্মান পর্যটক
শনিবার দক্ষিণ ইতালির গিয়োইয়া বন্দরে আটক করা হয় ওই মাদক। জঙ্গিদের মধ্যে জনপ্রিয় এই মাদকের চলতি নাম ফাইটার ড্রাগ। এটি ক্লান্তি দূর করতে ও যন্ত্রণা কমাতে সাহায্য করে। আসলে এটি হল ট্রামাডোল ট্যাবলেট। মুম্বইয়ের একটি কোম্পানি থেকে কেনা হয় ওই ট্যাবলেট।
ইতালির গোয়েন্দাদের দাবি আয়ের জন্য আইএস জঙ্গিরা ওই মাদক ট্যাবলেটের ব্যবসা করে। ওই বিপুল মাদক ট্যাবলেট বিক্রির টাকা লিবিয়া, সিরিয়া ও ইরাকের আইএস জঙ্গিদের কাছে পাঠানো হতো।
আরও পড়ুন-আধার বাধ্যতামূলক হওয়ার পর ধরা পড়েছে ৫ কোটি ভুয়ো অ্যাকাউন্ট, দাবি কেন্দ্রের