বন্যায় বিপর্যস্ত মারিল্যান্ড, মৃত দুই
এক নজরে বিশ্বের তিনটি খবর
![বন্যায় বিপর্যস্ত মারিল্যান্ড, মৃত দুই বন্যায় বিপর্যস্ত মারিল্যান্ড, মৃত দুই](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/08/01/62158-fld.jpg)
ওয়েব ডেস্ক: এক নজরে বিশ্বের তিনটি খবর
বন্যায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মারিল্যান্ড। মৃত্যু হয়েছে কমপক্ষে দুজনের । নিখোঁজ রয়েছেন দুজন। শনিবার থেকে শুরু হওয়া বৃষ্টিতে শহরের বেশিরভাগ এলাকায় জলমগ্ন হয়ে পড়ে। একশো কুড়িজন দুর্গতকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা। বেশকিছু এলাকায় উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি গাড়িও।
পাঁচ দিনের সফর শেষে পোলান্ড ছাড়লেন পোপ ফ্রান্সিস। ক্যাথলিক চার্চ আয়োজিত বিশ্ব যুব দিবসের উত্সবে যোগ দিতেই মূলত এই সফর ছিল। পোপকে বিদায় জানাতে রবিবার বিমানবন্দরে হাজির ছিলেন বহু মানুষ। ছিল নিচ্ছিদ্র নিরাপত্তাও। ২০১৯ পরবর্তী বিশ্ব যুব দিবসের উত্সব পালিত হবে পানামায়। এমনটাই জানিয়েছেন পোপ।
মধ্য ইকুয়েডরের পিলারো শহরে বসেছিল বুল ফাইটের আসর। শহরের প্রান্ত থেকে ট্রাকে করে নিয়ে আসা হয়েছিল চল্লিশটি মহিষকে। যদিও বুল ফাইটের চিরাচরিত রক্তক্ষয়ী রূপ দেখতে হয়নি ইকুয়েডরের মানুষকে। বুলফাইটকে অংশ নেওয়ার কথা ছিল কমপক্ষে দশ হাজার পর্যটকের।