US Horror: গে দম্পতির বীভৎস পায়ুকামের শিকার দুই 'সন্তান'! ১০০ বছরের জেল অপরাধীদের...

এত নৃশংস, অমানবিক কী করে কেউ হতে পারে। প্রতিদিন সারা বিশ্ব থেকে ধর্ষণ খবর যেন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, এমন এক ধর্ষণের ঘটনা প্রকাশ্য়ে এসেছে, যা শুনলে গা শিউড়ে উঠবে। 

Updated By: Dec 24, 2024, 03:02 PM IST
US Horror: গে দম্পতির বীভৎস পায়ুকামের শিকার দুই 'সন্তান'! ১০০ বছরের জেল অপরাধীদের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: এত নৃশংস, অমানবিক কী করে কেউ হতে পারে। প্রতিদিন সারা বিশ্ব থেকে ধর্ষণ খবর যেন খুবই সাধারণ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি, এমন এক ধর্ষণের ঘটনা প্রকাশ্য়ে এসেছে, যা শুনলে গা শিউড়ে উঠবে। জর্জিয়ার এক সমপ্রেমী যুগল দুটো ছেলে দত্তক নেন। তাদের উপর দিনের পর দিন যৌন নির্যাতন, ধর্ষণ করে দুজনে।

দুই অভিযুক্তের মধ্যে উইলিয়ামের বয়স ৩৪ বছর, যখন জ্যাকারির বয়স ৩৬। তারা দুজনে  খ্রিস্টান বিশেষ-প্রয়োজন সংস্থা থেকে দুই ভাইকে দত্তক নেন। যাদের বর্তমান বয়স ১২, ১০। আটলান্টা শহরতলিতে একটি সুখী পরিবারের ছদ্মবেশে সমপ্রেমী যুগল সন্তানদের দেখাশোনা করতেন। কিন্তু এই নিটোল পরিবারের ছবির পিছনে লুকিয়েছিল এক নারকীয় সত্যি।

আরও পড়ুন:Shaan House Fire: শানের অ্যাপার্টমেন্টে ভয়ংকর আগুন! কেমন আছেন গায়ক, চিন্তায় ফ্যানেরা...

ডিস্ট্রিক্ট অ্যাটর্নি র‌্যান্ডি ম্যাকগিনলি জানিয়েছেন, উইলিয়াম-জ্যাকারি মানুষরূপী রাক্ষস। তারা দুজন তাদের শারীরিক নোংরা ইচ্ছা, আকাঙ্ক্ষা সবকিছু ছোট দুই ছেলের উপর ফলাত। অন্যদিকে, জ্যাকারি ব্যাংকিং সেক্টরের কর্মচারী। এবং উইলিয়াম সরকারি কর্মচারী। নিজেদের জীবনে ভালোভাবে সেটেলড হওয়া সত্ত্বেও দুই বর্বর নিয়মিত দুই ছেলেকে বাধ্য করত, তাদের সঙ্গে সঙ্গম করার জন্য। শুধু তাই নয়, অভিযুক্তরা সেই সব নোংরামির ভিডিয়ো করত।

এখানেই শেষ নয়, তারা এমনকি সম্প্রদায়ের তাদের কিছু বন্ধুদের কাছে এই অভব্যতার বিষয়ে বড়াই করত। পুলিসের প্রাপ্ত প্রমাণ এই দাবির সত্যতা নিশ্চিত করেছে। উইলিয়াম এবং জ্যাকারিকে ২০২২ সালে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের এক বন্ধু পুলিসকে জানিয়েছে যে জ্যাকারি একবার স্ন্যাপচ্যাটে একজন ছেলের নির্যাতিত হওয়ার ছবি শেয়ার করেছিলেন এবং লিখেছিলেন, 'আমি আজ রাতে আমার ছেলেকে দেখতে যাচ্ছি। পাশে থাকুন'। আদালতে, দুই অভিযুক্ত শিশু নির্যাতনের পাশাপাশি শিশুদের যৌন শোষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছে। এবং তাদেরকে ১০০ বছরের কারাবাসের সাজা ঘোষণা করা হয়েছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.