দিল্লির সাহসীনীকে গুগলের শ্রদ্ধার্ঘ
দিল্লি গণধর্ষণের ঘটনা আগেই ঝড় তুলেছিল সোশাল নেটওয়ার্কিং সাইট গুলিতে। এবারে দিল্লির তেইশ বছরের সেই সাহসিনীকে শ্রদ্ধা জানাল সাইবার দুনিয়া। তাঁর স্মৃতিতে শ্রদ্ধার আলো জ্বলল গুগল ইন্ডিয়ার হোম পেজে।
দিল্লি গণধর্ষণের ঘটনা আগেই ঝড় তুলেছিল সোশাল নেটওয়ার্কিং সাইট গুলিতে। এবারে দিল্লির তেইশ বছরের সেই সাহসিনীকে শ্রদ্ধা জানাল সাইবার দুনিয়া। তাঁর স্মৃতিতে শ্রদ্ধার আলো জ্বলল গুগল ইন্ডিয়ার হোম পেজে।
সাধারণভাবে বিভিন্ন স্মরনীয় ঘটনাকে মনে রেখে হোমপেজে সংস্থার লোগোর জায়গায় ডুডলস প্রকাশ করে গুগল। দিল্লির ঘটনায় তাদের শ্রদ্ধার্ঘের ধরনটা আলাদা। দিল্লির তরুণীর স্মূতির উদ্দেশ্যে গুগলের সার্চ বক্সের নিচে এবারে জায়গা পেয়েছে একটি জ্বলন্ত মোববাতির ছবি। যার ওপর মাউস নিয়ে গেলেই স্ক্রিনে ভেসে উঠছে দিল্লির তরুণীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের কানেকটিকাটের নিউটাউনের স্কুলে গুলি চালানোর ঘটনাতেও এভাবেই শ্রদ্ধা জানিয়েছিল গুগল।