কোন পথে গ্রিস? উত্তর হয়ত আর কয়েক ঘণ্টার অপেক্ষায়
শেষ পর্যন্ত কী হবে গ্রিসের? ঋণসঙ্কট ঘিরে বেরোবে নতুন কোনও সমাধানসূত্র? নাকি ইউরোজোন ছেড়ে বেরিয়ে যাবে গ্রিস? বিশ্বের সব দেশের রাজধানীতেই এখন চর্চা চলছে এই প্রশ্ন নিয়ে।
ব্যুরো: শেষ পর্যন্ত কী হবে গ্রিসের? ঋণসঙ্কট ঘিরে বেরোবে নতুন কোনও সমাধানসূত্র? নাকি ইউরোজোন ছেড়ে বেরিয়ে যাবে গ্রিস? বিশ্বের সব দেশের রাজধানীতেই এখন চর্চা চলছে এই প্রশ্ন নিয়ে।
তৃতীয়বার ঋণ পেয়ে যদি সঙ্কট থেকে বেরোতে হয়, তাহলে আজ রাতের মধ্যেই নয়া প্রস্তাব দিতে হবে সিপ্রাস সরকারকে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনায় বসেছে গ্রিসের মন্ত্রিসভা। শনিবার নতুন প্রস্তাব খতিয়ে দেখবেন ইউরোজোনের অর্থমন্ত্রীরা। রবিবার বিস্তারিত আলোচনা হবে ইউরোপীয় পার্লামেন্টে। পরবর্তী কয়েক ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ, জানিয়েছেন গ্রিসের প্রধানমন্ত্রী সিপ্রাস। উল্টোদিকে গ্রিসকে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ অ্যাঞ্জেলা মের্কেল। এরই মধ্যে আগামি সোমবার পর্যন্ত গ্রিসের সব ব্যাঙ্ক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।