এমন জঙ্গি আগে কখনও দেখেছেন?
মধ্য প্রাচ্যের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত ISIS-এর দখলে। একের পর এক জঙ্গি হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরাক, সিরিয়া সহ একধিক দেশ। সম্প্রতি, বাংলাদেশ ও ভারতেও ISIS মডিউলে হামলা চালানো হয়। ধরে পড়েছে একাধিক জঙ্গি। মধ্যপ্রাচ্যের ISIS অধ্যুষিত অঞ্চলকে মুক্ত করতে বর্তমানে আমেরিকা সহ বিভিন্ন দেশ নেমেছে যৌথ বাহিনী গড়ে।
![এমন জঙ্গি আগে কখনও দেখেছেন? এমন জঙ্গি আগে কখনও দেখেছেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/07/09/60128-isishdjdkhkdkfd.jpg)
ওয়েব ডেস্ক : মধ্য প্রাচ্যের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত ISIS-এর দখলে। একের পর এক জঙ্গি হানায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরাক, সিরিয়া সহ একধিক দেশ। সম্প্রতি, বাংলাদেশ ও ভারতেও ISIS মডিউলে হামলা চালানো হয়। ধরে পড়েছে একাধিক জঙ্গি। মধ্যপ্রাচ্যের ISIS অধ্যুষিত অঞ্চলকে মুক্ত করতে বর্তমানে আমেরিকা সহ বিভিন্ন দেশ নেমেছে যৌথ বাহিনী গড়ে।
আরও পড়ুন-কিশোরী যৌনদাসীকে ধর্ষণের ভিডিও প্রকাশ করল ISIS! (ভাইরাল ভিডিও)
দিন কয়েক আগে সেই যৌথ বাহিনীর পক্ষ থেকেই একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেখানে দেখানো হয়েছে কয়েকজন জঙ্গির ছবি। তাতে দেখা যাচ্ছে যৌথ বাহিনীর হাত থেকে নিজেদের বাঁচাতে মাথায় ঘাসের পরত লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে জঙ্গিরা। মূলত নিজেদের আড়াল করতেই এই কাজ বলে মনে করা হচ্ছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বর্তমানে ভাইরাল।