চিনের দুই চন্দ্রযানের রেপলিকা এবার প্রদর্শনীতে

এই প্রথম প্রকাশ্যে এলো চিনের চন্দ্রাভিযানে ব্যবহৃত দুটি চন্দ্রযানের রেপলিকা। হংকং শহরে আয়োজিত একটি প্রদর্শনিতে স্থান পেয়েছে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা চেঞ্জ থ্রি এবং লুনার রোভার Yutu। এই দুটি চন্দ্রযান ২০১৩ সাল থেকে চিনের চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত রয়েছে।

Updated By: Jul 22, 2014, 11:02 AM IST
চিনের দুই চন্দ্রযানের রেপলিকা এবার প্রদর্শনীতে

হংকং: এই প্রথম প্রকাশ্যে এলো চিনের চন্দ্রাভিযানে ব্যবহৃত দুটি চন্দ্রযানের রেপলিকা। হংকং শহরে আয়োজিত একটি প্রদর্শনিতে স্থান পেয়েছে চাঁদের কক্ষপথে ঘুরতে থাকা চেঞ্জ থ্রি এবং লুনার রোভার Yutu। এই দুটি চন্দ্রযান ২০১৩ সাল থেকে চিনের চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত রয়েছে।

চিনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিসট্রেশন এবং হংকংয়ের স্পেশান অ্যাডমিনিস্ট্রেশন রিজিয়নের হোম অ্যাফেয়ার্স ব্যুরোরযৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন। শুধু মডেলদর্শনই  নয়। চেঞ্জ এবং Yutu থেকে পাঠানো চন্দ্রপৃষ্ঠের ছবি ও ভিডিও প্রদর্শনীরও ব্যবস্থা করেছে উদ্যোক্তারা। দুহাজার সাত সালে চাঁদে প্রথম মানুষ বিহীন চন্দ্রযান চেঞ্জ পাঠিয়েছিল চিন। চেঞ্জ টুয়ের যাত্রা শুরু পয়লা অক্টোবর ২০১০ থেকে। একমাস ধরে হংকংয়ে প্রদর্শনী চলার পর সরে যাবে ম্যাকাওতে।

.