শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু। নিখোঁজ শতাধিক। দক্ষিণ ও পশ্চিম শ্রীলঙ্কার প্রায় আড়াই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় ২০ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালুতারা জেলা। সেখানে কমপক্ষে ৫টি ভূমিধসের ঘটনা ঘটেছে।

Updated By: May 27, 2017, 11:54 PM IST
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু

ওয়েব ডেস্ক : শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যু। নিখোঁজ শতাধিক। দক্ষিণ ও পশ্চিম শ্রীলঙ্কার প্রায় আড়াই লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। প্রায় ২০ হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কালুতারা জেলা। সেখানে কমপক্ষে ৫টি ভূমিধসের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন- ১৭ বছরের সন্তান খড়া কাটিয়ে একসঙ্গে ৬ শিশুর জন্ম দিলেন আজিবোলা

কেলানি নদীর কাছাকাছি বসবাসকারী মানুষদের বাড়ি ছেড়ে যাওয়ার নোটিস দিয়েছে দুর্যোগ ব্যবস্থা কেন্দ্র। দুর্যোগ মোকাবিলায় নৌবাহিনীর একটি জাহাজ পাঠিয়েছে ভারত। শ্রীলঙ্কার সেনাবাহিনীর উদ্ধারকারী নৌকা ও হেলিকপ্টার বহরের সঙ্গে যোগ দিয়েছে নয়াদিল্লির এই জাহাজ। দুর্যোগ মোকাবিলায় রাষ্ট্রসঙ্ঘের সহায়তা চেয়েছে শ্রীলঙ্কা সরকার। ২০০৩-এর বন্যার চেয়েও এটিকে ভয়াবহ মনে করা হচ্ছে। সেসময় কমপক্ষে ২৫০ জনের মৃত্যু হয়।

.