রাজ্যের বন্যায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী সফর কাটছাঁট করে আজ রাতের বিমানেই লন্ডন থেকে ফিরছেন
I am taking the night flight back from London because of the impending cyclone. Have spoken to Home Secretary. Taking all precautions
— Mamata Banerjee (@MamataOfficial) July 29, 2015
ওয়েব ডেস্ক: লন্ডন সফর কাটছাঁট করে আজ রাতের বিমানেই কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। ভারতীয় সময় রাত দুটোয় বিমানে কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। আগামিকাল পাঁচটায় দমদম বিমানবন্দরে পৌছবেন তিনি। রাজ্যের বন্যা পরিস্থিতিতে যথেষ্টই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। সেই কারনেই তার সফর কাটছাঁটের সিদ্ধান্ত।সকালেই ঘনিষ্ঠমহলে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
বিমানের টিকিট নিশ্চিত করতে ইতিমধ্যেই ভারতীয় হাই কমিশনকে অনুরোধ জানানো হয়েছে। চব্বিশ ঘণ্টাকেও ফোনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাতের বিমানেই তিনি কলকাতা ফিরছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই বিমানে ফিরছেন সুগত বসু, ডেরেক ও ব্রায়েন, মুখ্যসচিব সঞ্জয় মিত্র, মেয়র শোভন চট্টোপাধ্যায়।
Speaking to senior officials in Bengal monitoring closely the impending cyclone. Exploring possibility of returning from London a day early
— Mamata Banerjee (@MamataOfficial) July 29, 2015