ভারতে যাওয়ার জন্য ভিসার প্রয়োজন নেই, রুশদি
ভারতে যাওয়ার জন্য তাঁর ভিসার প্রয়োজন নেই। সোমবার এই মন্তব্য করলেন অনাবাসী ভারতীয় লেখক সলমন রুশদি।
ভারতে যাওয়ার জন্য তাঁর ভিসার প্রয়োজন নেই। সোমবার এই মন্তব্য করলেন অনাবাসী ভারতীয় লেখক সলমন রুশদি। জয়পুর লিটারেচর ফেস্টিভ্যাল`-এ যোগ দিতে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে রুশদিকে। কিন্তু রুশদির ভারতের আসার বিরোধিতা করে ইসলামিক সংগঠন `দারুদ উলুম দেওবন্দ`-এর ভাইস চ্যান্সেলর আবুল কাশিম নোমানি জানিয়েছেন, ভারত সরকারের উচিত রুশদির ভিসা বাতিল করা। কারণ তিনি অতীতে ইসলাম ধর্ম বিশ্বাসে আঘাত হেনেছে। নোমানির মন্তব্যের প্রতিক্রিয়ায় রুশদি টুইটারে লিখেছেন, `ভারতে যাওয়ার জন্য আমার ভিসার দরকার পড়ে না।` তাঁর বিতর্কিত উপন্যাস `দ্য স্যাটানিক ভর্সেস`-এর জন্য বিশ্বের মুসলিম সংগঠনগুলোর চক্ষুশূল হয়ে যান রুশদি। সংগঠনগুলোর অভিযোগ, `স্যাটানিক ভার্সেস`-এ ইসলাম ধর্ম বিশ্বাসে আঘাত হানা হয়েছে। শুধু ভারতেই নয়। বিশ্বের সব ইসলাম রাষ্ট্রগুলিতেও উপন্যাসটির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। ইরানে একটি ইসলাম সংগঠন রুশদির বিরুদ্ধে ফতোয়া জারি করে। সলমান রুশদি বর্তমানে ব্রিটেনের বাসিন্দা।