ভারতের চাপে নরম পাকিস্তান! দ্বিতীয়বার কূটনৈতিক সাহায্য পেলেন কূলভূষণ

২০ জুলাইয়ের মধ্যে পুনর্বিবেচনার আর্জি জানানোর সময় শেষ হচ্ছে। তার আগেই ভারতীয় কূটনীতিবিদদের সাহায্য পেলেন কূলভূষণ।

Edited By: সোমনাথ মিত্র | Updated By: Jul 16, 2020, 08:37 PM IST
ভারতের চাপে নরম পাকিস্তান! দ্বিতীয়বার কূটনৈতিক সাহায্য পেলেন কূলভূষণ
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ভারতীয় নাগরিক কূলভূষণ যাদবকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছিল পাকিস্তান। এই রায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হয়েছিল ভারত। আন্তর্জাতিক আদালতের পক্ষ থেকে পাকিস্তানের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়। ততদিন পর্যন্ত সাজা খারিজ করে দেয় আন্তর্জাতিক আদালত।

কিন্তু গত সপ্তাহে পাকিস্তান দাবি করে সাজা পুনর্বিবেচনা করতে চান না কূলভূষণ। তিনি প্রাণ ভিক্ষার আর্জি জানাতে চান। এখানেই প্রশ্ন তোলে ভারত। ভারতের পক্ষ থেকে বলা হয় আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্তকে অগ্রাধিকার না দিয়ে ইসলামাবাদ কূলভূষণের ওপর চাপ সৃষ্টি করছে।

আরও পড়ুন: করোনা চিকিৎসায় বিল দেড় কোটি টাকা! দুঃস্থ রোগীকে ছেড়ে মানবিকতার নজির গড়ল হাসপাতাল

সূত্র মারফত জানতে মিলেছে ভারতের দাবি ছিল ২০ জুলাইয়ের মধ্যে নিঃশর্তে কূলভূষণকে কূটনৈতিক সহায়তা দিতে হবে। তারপরেই ইসলামাবাদের পদক্ষেপ। ২০১৯ এর সেপ্টেম্বরের পর দ্বিতীয়বার কূটনৈতিক সাহায্য পেলেন কূলভূষণ। এমনটাই খবর সূত্র মারফত। ২০ জুলাইয়ের মধ্যে পুনর্বিবেচনার আর্জি জানানোর সময় শেষ হচ্ছে। তার আগেই ভারতীয় কূটনীতিবিদদের সাহায্য পেলেন কূলভূষণ।

 

.