ভারতীয় মেয়েদের সৌন্দর্য ফের মুকুট পরল, দিয়া মির্জার জেতা মিস এশিয়া প্যাসিফিকের খেতাব এবার সৃষ্টির
পরপর দু বার মিস এশিয়া প্যাসিফিক-এ মুকুট পরলেন ভারতীয়রা। গত বছর হেমাঙ্গিনী সিংয়ের পর এবার সৃষ্টি রানা জিতলেন মিস এশিয়া প্যাসিফিক-এর খেতাব। বুধবার দক্ষিণ কোরিয়ায় এই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ৪৯ প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব জেতেন সৃষ্টি।
পরপর দু বার মিস এশিয়া প্যাসিফিক-এ মুকুট পরলেন ভারতীয়রা। গত বছর হেমাঙ্গিনী সিংয়ের পর এবার সৃষ্টি রানা জিতলেন মিস এশিয়া প্যাসিফিক-এর খেতাব। বুধবার দক্ষিণ কোরিয়ায় এই প্রতিযোগিতার গ্রান্ড ফিনালে ৪৯ প্রতিযোগীকে পেছনে ফেলে এই খেতাব জেতেন সৃষ্টি।
২১ বছরের সৃষ্টি রানা এশিয়া প্যাসিফিক ওয়ার্ল্ড খেতাব জেতার পাশাপাশি পেলেন সেরা ন্যাশনাল কস্টিউম অ্যাওয়ার্ড।
গতবার এই খেতাব জিতেছিলেন হেমাঙ্গিনী সিং। ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক-জিতেছিলেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। এর আগে হরিয়ানার ফরিদাবাদের মেয়ে সৃষ্টি ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৩- এর দ্বিতীয় রানারআপ হয়েছিলেন।
সুন্দরী প্রতিযোগিতা ভারতীয় মেয়েদের দাপট বেড়েই চলেছে। ১৯৯৪ সালে বিশ্ব সুন্দরী মঞ্চে ঐশ্বর্য রাই, সুস্মিতা সেনের সাফল্যের পর ভারতীয়রা খেতাব জিতেই চলেছেন। ২০০ সালের পর যে সাফল্যের হার প্রায় গগণচুম্বি হতে শুরু করেছে।