কয়েদির যৌনাঙ্গে লঙ্কার গুড়ো স্প্রে করার অভিযোগ জেল রক্ষীর বিরুদ্ধে
পৈশাচিক! কী ভয়ংকর নারকীয়! জেলবন্দির যৌনাঙ্গে (Genital) লঙ্কার (বা মরিচের) গুড়ো স্প্রে করে দিলেন জেলেরই এক রক্ষী। ঘটনায় অভিযুক্ত জেলের রক্ষী এই ঘটনার কথা অস্বীকার করলেও যার ওপর এই অমানবিক অত্যাচার ঘটেছে তিনি কিন্তু নিজের অবস্থান থেকে অনড়। আমেরিকার পেনসিলভেনিয়ার একটি সংশোধনাগারের ঘটনা। আরও পড়ুন- সিনেমা নয়, বাস্তবেই প্লেনের লাগেজ বিনে ঝুলছে সাপ
![কয়েদির যৌনাঙ্গে লঙ্কার গুড়ো স্প্রে করার অভিযোগ জেল রক্ষীর বিরুদ্ধে কয়েদির যৌনাঙ্গে লঙ্কার গুড়ো স্প্রে করার অভিযোগ জেল রক্ষীর বিরুদ্ধে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/05/72171-usa-jail.gif)
ওয়েব ডেস্ক: পৈশাচিক! কী ভয়ংকর নারকীয়! জেলবন্দির যৌনাঙ্গে (Genital) লঙ্কার (বা মরিচের) গুড়ো স্প্রে করে দিলেন জেলেরই এক রক্ষী। ঘটনায় অভিযুক্ত জেলের রক্ষী এই ঘটনার কথা অস্বীকার করলেও যার ওপর এই অমানবিক অত্যাচার ঘটেছে তিনি কিন্তু নিজের অবস্থান থেকে অনড়। আমেরিকার পেনসিলভেনিয়ার একটি সংশোধনাগারের ঘটনা। আরও পড়ুন- সিনেমা নয়, বাস্তবেই প্লেনের লাগেজ বিনে ঝুলছে সাপ
আমেরিকার এক বহুল প্রচলিত দৈনিক দ্য স্কার্টন টাইমস-ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ। কিন্তু এই ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে জেল কর্তৃপক্ষ। ১৮ অক্টোবর যখন নিজের সঙ্গে ঘটা এই অমানবিক ঘটনার কথা লিখিত আকারে জেলারের কাছে জানান তখনই সবার নজরে আসে এই ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে জেল কর্তৃপক্ষ।