সাক্ষাত্কার দেওয়ার মাঝে বোমার আঘাতে উড়ে গেল আইএস জঙ্গির দেহ (দেখুন ভিডিও)
Updated By: Nov 30, 2015, 01:47 PM IST
![সাক্ষাত্কার দেওয়ার মাঝে বোমার আঘাতে উড়ে গেল আইএস জঙ্গির দেহ (দেখুন ভিডিও) সাক্ষাত্কার দেওয়ার মাঝে বোমার আঘাতে উড়ে গেল আইএস জঙ্গির দেহ (দেখুন ভিডিও)](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/11/30/45751-ure.jpg)
ওয়েব ডেস্ক: এক সাংবাদিককে সাক্ষাত্কার দিতে গিয়ে এক আইএস শীর্ষ জঙ্গি নেতা বলতে শুরু করেছিলেন তাদের আগামী ধ্বংসলীলার কর্মসূচি। কিন্তু হঠাত্ই সাক্ষাত্কার চলাকালীন এক বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে গেল সেই আইএস জঙ্গির দেহ।
এমনই এক গা শিউড়ে ওঠা ভিডিও আপলোড করা হল ইউ টিউবে। যে সময় বোমাটি পড়ে, তখন সেই নেতা এক সাক্ষাত্কারে বলছিলেন, সিরিয়ার হামা প্রদেশে আইএস জঙ্গি গোষ্ঠী সম্প্রতি কতটা সফল হয়েছে। এই ভিডিওয় দেখা যাচ্ছে এক সাংবাদিক আহমেদ আবু হামজা এবং আজনাদ-আল-শাম-এর এক জঙ্গি নেতার দেহ বোমার আঘাতে সম্পূর্ণ উড়ে গেল। ক্যামেরা তখনও চলছে।
Tags: