ছিন্নভিন্ন করে দিতে হবে মহিলাদের যোনি, রাষ্ট্রসঙ্ঘের দাবি আইসিস-এর ফতোয়া, গুজব বলছেন বিশেষজ্ঞরা
বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘ দাবি করেছিল ইরাকের আইসিস (ISIS) জঙ্গি গোষ্ঠী নাকি ফতোয়া জারি করেছে ১১ থেকে ৪৬ বছর বয়সী সমস্ত মহিলাদের যোনি ছিন্নভিন্ন করে দিতে হবে। তবে রাষ্ট্রসঙ্ঘের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
![ছিন্নভিন্ন করে দিতে হবে মহিলাদের যোনি, রাষ্ট্রসঙ্ঘের দাবি আইসিস-এর ফতোয়া, গুজব বলছেন বিশেষজ্ঞরা ছিন্নভিন্ন করে দিতে হবে মহিলাদের যোনি, রাষ্ট্রসঙ্ঘের দাবি আইসিস-এর ফতোয়া, গুজব বলছেন বিশেষজ্ঞরা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2014/07/25/27174-isis.jpg)
জেনেভা: বৃহস্পতিবার রাষ্ট্রসঙ্ঘ দাবি করেছিল ইরাকের আইসিস (ISIS) জঙ্গি গোষ্ঠী নাকি ফতোয়া জারি করেছে ১১ থেকে ৪৬ বছর বয়সী সমস্ত মহিলাদের যোনি ছিন্নভিন্ন করে দিতে হবে। তবে রাষ্ট্রসঙ্ঘের এই দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
জেনেভাতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ইরাকের রাষ্ট্রপুঞ্জের অন্যতম আধিকারিক জ্যাকলিন ব্যাডকক সাংবাদিকদের জানিয়েছিলেন ''আইসিস এই ফতোয়া জারি করেছে, আজ সকালে আমরা এই খবর পাই। আমাদের কাছে কোনও সুনির্দিষ্ট নম্বর নেই।''
ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড সিরিয়া নামের ওই জঙ্গি গোষ্ঠী গত মাসে ইরাকের বিস্তীর্ণ অংশ দখল করেছে। ওই অঞ্চলে তারা গোঁড়া ইসলামিক (সালাফিস্ট) আচার আচরণ জোর করে চালু করার চেষ্টা চালাচ্ছে।
বিশেষজ্ঞরা অবশ্য রাষ্ট্রসঙ্ঘের দাবিকে গুজব বলেই মনে করছেন। সাংবাদিকরাও জানাচ্ছেন তাঁরা ইরাকে এই রকম কোনও ফতোয়ার কথা শোনেননি।