সিরিয় সেনার গুলিতে নিহত আইসিস নেতা বাগদাদির ছেলে
বাগদাদি আদৌ বেঁচে রয়েছে কি-না এ নিয়ে ফের জল্পনা শুরু হয়। এ দিনের বিবৃতি শুনে বিশেষজ্ঞরা মনে করছেন বাগদাদি এখনও বেঁচে রয়েছে। ২০১৪ সালে মসুলে এক হামলায় বাগদাদির মৃত্যুর খবর পাওয়া যায়
নিজস্ব প্রতিবেদন: সিরিয় সেনার গুলিতে নিহত আইসিস জঙ্গি নেতা আবু বকর অল-বাগদাদির ছেলে। মঙ্গলবার জঙ্গি সংগঠনের একটি টেলিভিশন চ্যানেলে এই খবরের সত্যতা স্বীকার করে আইসিস। সংগঠনের তরফে জানানো হয়েছে, সিরিয়া এবং রাশিয়া সেনার হাতে মৃত্যু হয়েছে বাগদাদির ছেলে হুদায়ফাহ অল-বদরির। সিরিয়ার হোমসে এক হামলা মৃত্যু হয় তার।
আরও পড়ুন- ন’দিন লড়াইয়ে ‘গোলে’ পৌঁছল থাইল্যান্ডের খুদে ফুটবলাররা, দেখুন ভিডিও
তবে, বাগদাদি আদৌ বেঁচে রয়েছে কি-না এ নিয়ে ফের জল্পনা শুরু হয়। এ দিনের বিবৃতি শুনে বিশেষজ্ঞরা মনে করছেন বাগদাদি এখনও বেঁচে রয়েছে। ২০১৪ সালে মসুলে এক হামলায় বাগদাদির মৃত্যুর খবর পাওয়া যায়।
আরও পড়ুন- ট্রাম্প ভুল! মার্কিন প্রেসিডেন্টকে থামালেন ডাচ প্রধানমন্ত্রী