আফগানিস্তানে ওসামা বিন লাদেনের গোপন আস্তানার দখল নিল ISIS
আফগানিস্তানের তোরা বোরাতে প্রাক্তন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের গোপন আস্তানার দখল নিল ISIS। তাদের তরফে এমনটাই দাবি করা হয়েছে।
ওয়েব ডেস্ক : আফগানিস্তানের তোরা বোরাতে প্রাক্তন আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের গোপন আস্তানার দখল নিল ISIS। তাদের তরফে এমনটাই দাবি করা হয়েছে।
ISIS-এর তরফে একটি অডিও টেপ প্রকাশ করে জানানো হয়েছে তোরা বোরা পাহাড়ের ওপর তাদের কালো পতাকা উড়ছে। তাদের রেডিও স্টেশন খিলাফতে এই অডিও টেপটি প্রকাশ করা হয় পাস্তো ভাষায়। গতকালই তা প্রকাশ করা হয়েছে। অডিও টেপটিতে তোরা বোরা সংলগ্ন গ্রামের বাসিন্দাদের বাড়ি ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।
তোরা বোরা পাহাড়ে অসংখ্য গুহা রয়েছে। আর সেখানেই গড়ে উঠেছিল বিশ্ব সন্ত্রাসবাদের ত্রাস আল কায়েদার গোপন আস্তানা। ২০০১ থেকে সেখানেই দফায় গোপন আস্তানা তৈরি করে হামলা চালাতো ওসামা।
আরও পড়ুন- বিশ্বের উন্নততম দেশগুলিতে প্রতি ৫ জনে ১টি শিশু 'আপেক্ষিক দারিদ্রের' শিকার : UNICEF