H-1B ভিসার সংখ্যা বাড়াতে চলেছেন বাইডেন, উঠছে গ্রিন কার্ডের কোটা!

গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারেও নতুন চিন্তা ভাবনা করতে চলেছে বাইডেন প্রশাসন

Updated By: Nov 8, 2020, 04:29 PM IST
H-1B ভিসার সংখ্যা বাড়াতে চলেছেন বাইডেন, উঠছে গ্রিন কার্ডের কোটা!

নিজস্ব প্রতিবেদন: বিদেশের দক্ষ কর্মীদের ভিসা দেওয়ার ফলে দেশের মানুষের কাজ কমে যাচ্ছে। এটাই নির্বাচনী প্রচারে জোর দিয়ে বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবছর জুন মাসে H-1B ভিসা দেওয়ার ব্য়াপারে কড়াকড়ি নিয়ম করে দেন ট্রাম্প। এবার সেই জায়গাতেই হাত দিচ্ছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সম্ভবত দেশে H-1B ভিসার সংখ্যা অনেকটাই বাড়াতে পারেন বাইডেন।

আরও পড়ুন-হাতে আর সময় নেই! বুধবার থেকে চলবে লোকাল ট্রেন, ছুটির দিনেও চলল স্যানিটাইজেশন

H-1B ভিসার সংখ্যা বাড়লে উপকৃত হবেন বহু ভারতীয়। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে সংখ্যক H-1B ভিসা দেয় তার সিংহ ভাগটাই পায় ভারত। এনিয়ে নির্বাচনী প্রচারের সময়েই ক্ষোভ তৈরি হয়েছিল প্রবাসী ভারতীয়দের মধ্য়ে। কোনও কোনও মহল থেকে বলা হয়েছিল, H-1B ভিসা দেওয়ার ব্যাপারে ট্রাম্পের কড়াকড়ি ভোটবাক্সে প্রভাব ফেলতে পারে। নির্বাচনে জিতে এর উল্টো পথেই হাঁটতে চলেছেন বাইডেন। এমনটাই ধারনা রাজনৈতিক মহলে।

বাইডেনের নির্বাচনী ইস্তাহার অনুয়ায়ী, দক্ষ কর্মীদের নিয়োগে ভিসা কম করা ঠিক হবে না।  এই ভিসার সংখ্যা বাড়ানো হবে। অন্যান্য ক্ষেত্রে ভিসা দেওয়ার ব্যাপারে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য গত জুন মাসে, H-1B ভিসা সহ অন্য়ান্য কাজের ভিসা ২০২০ সালের শেষ পর্যন্ত বন্ধ করে দেন। অক্টোবর মাসে ট্রাম্প প্রশাসন এক নোটিস জারি করে বলে একমাত্র সুদক্ষ কর্মীদেরই ভিসা দেওয়া যাবে তবে তার কারণ সরকারের কাছে ব্যাখ্যা করতে হবে।

আরও পড়ুন-বেহালার পুকুরে মিলল প্রৌঢ়ের দেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল 'হাড়হিম' করা ছবি

অন্যদিকে, গ্রিন কার্ড দেওয়ার ব্যাপারেও নতুন চিন্তা ভাবনা করতে চলেছে বাইডেন প্রশাসন। বাইডেনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, যোগ্য ইমিগ্রেন্টদের মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের পরিবারের সঙ্গে থাকার অধিকার রয়েছে। কিন্তু বর্তমানে দেশে যে আইন রয়েছে তা বেশ খারাপ। প্রতিটি দেশের জন্য এর একটি কোটা করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে তা তুলে দেওয়ার পক্ষপাতি বাইডেন সরকার।

.