২০১৫ সবথেকে উষ্ণ বছর, জুলাইয়ের মত গরম এর আগে কখনও পড়েনি: NOAA
যে সময় থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করে রাখা শুরু হয়, তখন থেকে আজ পর্যন্ত সংগৃহীত তথ্যে ২০১৫ সালের জুলাই মাস হল সবথেকে উষ্ণ মাস। ২০১৫ সাল হল সবথেকে উষ্ণ বছর, দাবি ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশন।
![২০১৫ সবথেকে উষ্ণ বছর, জুলাইয়ের মত গরম এর আগে কখনও পড়েনি: NOAA ২০১৫ সবথেকে উষ্ণ বছর, জুলাইয়ের মত গরম এর আগে কখনও পড়েনি: NOAA](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/08/22/41701-17july.jpg)
ওয়েব ডেস্ক: যে সময় থেকে আবহাওয়ার তথ্য সংগ্রহ করে রাখা শুরু হয়, তখন থেকে আজ পর্যন্ত সংগৃহীত তথ্যে ২০১৫ সালের জুলাই মাস হল সবথেকে উষ্ণ মাস। ২০১৫ সাল হল সবথেকে উষ্ণ বছর, দাবি ন্যাশনাল ওসেনিক অ্যান্ড অ্যাটমোসফেরিক অ্যাডমিনিসট্রেশন।
NOAA এর দাবি, ১৮৮০ সাল থেকে গৃহীত সব তথ্য অনুযায়ী এবছরই হল সবথেকে উষ্ণ বছর। জুলাইয়ে মাটি থেকে সমুদ্র, গড় তাপমাত্রা ছিল ১৬.`৬১ ডিগ্রী সেলসিয়াস। এর আগে কখনও এত উত্তাপ দেখা যায়নি, দাবি NOAA এর।
"এই পৃথিবী প্রতিনিয়ত উষ্ণ হচ্ছে। গরম ততই বাড়ছে। আমরা প্রতিটি তথ্যে এই তাপমাত্রাকে নথিভুক্ত করছি। ২০১৫ হল সব থেকে উষ্ণ বছর", বক্তব্য NOAA এর বিজ্ঞানী জ্যাক ক্রাউচের।