কেনিয়ায় অস্তিত্বের সঙ্কটে সিংহ
কেনিয়ার কিটেনগেলায় ৬ টি সিংহকে পিটিয়ে মারল জনতা। অভিযোগ, গত দুদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ছাগল, গরুকে মেরে ফেলেছিল সিংহগুলি। নাইরোবি জাতীয় উদ্যান থেকেই সিংহগুলি এসেছিল বলে মনে করা হচ্ছে। এদিন সিংহগুলিকে দেখতে পেয়ে বনদফতরের কর্মীদের খবর দেওয়া হয়।
কেনিয়ার কিটেনগেলায় ৬ টি সিংহকে পিটিয়ে মারল জনতা। অভিযোগ, গত দুদিন ধরে ওই এলাকায় বেশ কয়েকটি ছাগল, গরুকে মেরে ফেলেছিল সিংহগুলি। নাইরোবি জাতীয় উদ্যান থেকেই সিংহগুলি এসেছিল বলে মনে করা হচ্ছে। এদিন সিংহগুলিকে দেখতে পেয়ে বনদফতরের কর্মীদের খবর দেওয়া হয়। কিন্তু বনকর্মীরা পৌঁছতে দেরি হওয়ায় উত্তেজিত জনতার একাংশ সিংহগুলিকে পিটিয়ে মেরে ফেলে।
এই ঘটনায় উদ্বিগ্ন কেনিয়া প্রশাসন। বনদফতরের পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর কেনিয়ায় কমপক্ষে ১০০ টি সিংহের মৃত্যু হয়। গত সাতবছর ধরে এইভাবে সিংহের মৃত্যুর ঘটনা ঘটছে। সিংহ মৃত্যুর এই ধারা বজায় থাকলে আগামী ২০ বছরের মধ্যে কেনিয়ায় কোনও সিংহের অস্তিত্ব থাকবে না বলে দাবি করেছেন প্রাণী বিশেষঞ্জরা।