কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানকে কড়া বার্তা কৃষ্ণার

রাষ্ট্রসংঘের সাধারণসভায় পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তোলায় কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পাক কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীন ইস্যু বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।

Updated By: Oct 2, 2012, 02:15 PM IST

রাষ্ট্রসংঘের সাধারণসভায় পাকিস্তান কাশ্মীর প্রসঙ্গ তোলায় কড়া প্রতিক্রিয়া জানালো ভারত। সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে পাক কাশ্মীর ইস্যুকে ভারতের অভ্যন্তরীন ইস্যু বলে জানিয়ে দিলেন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণা।
তিনি বলেন, দেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বরাবরই জম্মু ও কাশ্মীরের মানুষ ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাতে আস্থা রেখেছে। ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার ক্ষেত্রে কাশ্মীর নিয়ে জারদারির ওই মন্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে রাষ্ট্রসংঘে ভাষণ দিতে গিয়ে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করেছিলেন আসিফ আলি জারদারি।

.