ল্যাপটপে নিষেধাজ্ঞা জারি আমেরিকাগামী বিমানে

হাতে ল্যাপটপ নিয়ে আর আমেরিকাগামী বিমানে চড়া যাবেনা। মার্কিন প্রশাসন নয়া নির্দেশে আমেরিকাগামী কোনও বিমানে ইলেকট্রনিক গ্যাজেট হাত-ব্যাগে নিতে পারবেন না যাত্রীরা। পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দশটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকাগামী সব বিমানের ক্ষেত্রেই নয়া ফরমান জারি হয়েছে।

Updated By: Mar 22, 2017, 08:52 AM IST
ল্যাপটপে নিষেধাজ্ঞা জারি আমেরিকাগামী বিমানে

ওয়েব ডেস্ক: হাতে ল্যাপটপ নিয়ে আর আমেরিকাগামী বিমানে চড়া যাবেনা। মার্কিন প্রশাসন নয়া নির্দেশে আমেরিকাগামী কোনও বিমানে ইলেকট্রনিক গ্যাজেট হাত-ব্যাগে নিতে পারবেন না যাত্রীরা। পশ্চিম এশিয়া ও উত্তর আফ্রিকার দশটি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকাগামী সব বিমানের ক্ষেত্রেই নয়া ফরমান জারি হয়েছে।

তবে সেল ফোনে ছাড় রয়েছে। আমেরিকার দেখাদেখি এই নিষেধাজ্ঞা জারির রাস্তায় হেটেছে ব্রিটেনও। ব্রিটিশ প্রশাসন সূত্রের খবর, তারাও আফ্রিকা ও পশ্চিম এশিয়ার ছটি দেশ থেকে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে ব্রিটেনে ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে, ৬ মুসলিম রাষ্ট্রের নাগরিকদের আমেরিকায় প্রবেশাধিকার নিয়ে ট্রাম্পের নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ জারি করেছে হাওয়াইয়ের কোর্ট। ফেডারাল কোর্ট রায় দিতে গিয়ে বলেছে, নিরপেক্ষ এবং যুক্তিসঙ্গত দিক থেকে দেখলে যে কোনও ব্যক্তিই বলবেন, একটি বিশেষ ধর্মের মানুষের প্রতি বৈষম্যের লক্ষ্যেই এই নির্দেশ কার্যকর করা হচ্ছে। তবে হাওয়াই এবং মেরিল্যান্ডের বিচারকদের বিরোধে বিচলিত নন ট্রাম্প। এক সভায় তিনি জানিয়েছেন, ফেডারেল বিচারকের নির্দেশের বিরুদ্ধে যত দূর পর্যন্ত যেতে হয়, যাবেন।

(এই কাহিনী আপনাকে চমকে দেবেই! পড়ুন- কপাল বেচে খুলল কপাল)

.