নির্ভুল বানান লিখতে কিনুন নতুন ভাইব্রেটিং পেন
বানান ভুল লিখে বকা খায়নি এমন লোক দুনিয়ায় কম আছে। সমীক্ষা বলে পৃথিবীতে .১ শতাংশও এমন মানুষ নেই যারা পৃথিবীর সব বানান নির্ভুল জানেন। তাই লিখতে বসে সবার একটাই টেনশন বানান ভুল হয়ে যাবে না তো! সেই টেনশন দূর করতেই এসে গেল ম্যাজিক পেন বা ভাইব্রেটিং পেন। পেনটির পোশাকি নাম লার্নস্টিফট। বানান ভুল লিখলেই এই ম্যাজিক পেন কেঁপে উঠবে (vibrate)। জানান দেবে বানানটা ভুল হচ্ছে।
বানান ভুল লিখে বকা খায়নি এমন লোক দুনিয়ায় কম আছে। সমীক্ষা বলে পৃথিবীতে .১ শতাংশও এমন মানুষ নেই যারা পৃথিবীর সব বানান নির্ভুল জানেন। তাই লিখতে বসে সবার একটাই টেনশন বানান ভুল হয়ে যাবে না তো! সেই টেনশন দূর করতেই এসে গেল ম্যাজিক পেন বা ভাইব্রেটিং পেন। পেনটির পোশাকি নাম লার্নস্টিফট। বানান ভুল লিখলেই এই ম্যাজিক পেন কেঁপে উঠবে (vibrate)। জানান দেবে বানানটা ভুল হচ্ছে।
এই স্মার্ট পেনের মধ্যে আছে কি বোর্ড, মোশন সেন্সর, গেমিং, ওয়াই ফাই মুড। এমনকি বিশ্বের বেশিরভাগ ভাষার অভিধানও আছে এই ফোন। এক জার্মান কোম্পানি বাজারে আনল এই ম্যাজিক ভাইব্রেটিং পেন। তবে এমন একটা দারুণ পেন পকেটে পুরতে বেশ পকেট খসবে। ভারতীয় মুদ্রায় এর দাম প্রায় ১১ হাজার টাকা। দামটা শুনে কপালে ওঠার কিছু নেই, পেনটা আপনার দারুণ কাজে আসবে বলার অপেক্ষা রাখে না।