নিরাপত্তার বজ্র আঁটুনিতে নাভিশ্বাস লন্ডনবাসীর

জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের যে কোনও জায়গায় সামরিক সম্ভার মোতায়েন করার অধিকার রয়েছে সেনাবাহিনীর। লন্ডনের বাসিন্দাদের একটি আবেদন খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে ব্রিটেনের এক আদালত।

Updated By: Jul 11, 2012, 12:32 PM IST

জাতীয় নিরাপত্তার স্বার্থে দেশের যে কোনও জায়গায় সামরিক সম্ভার মোতায়েন করার অধিকার রয়েছে সেনাবাহিনীর। লন্ডনের বাসিন্দাদের একটি আবেদন খারিজ করে দিয়ে এই রায় দিয়েছে ব্রিটেনের এক আদালত। 
অলিম্পিক গেমসের সময় লন্ডন শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলতে বিশেষ পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ সেনাবাহিনী। শহরের বিভিন্ন বহুতলের ছাদে ক্ষেপণাস্ত্রও বসানো হচ্ছে। এই উদ্যোগের প্রতিবাদেই আদালতে মামলা করেন, ফ্রেড উইগ টাওয়ার ব্লকের বাসিন্দারা। তাঁদের ১৭ তলা উঁচু আবাসনের ছাদেও বসেছে ক্ষেপণাস্ত্র। ক্ষেপণাস্ত্রের কারণেই ওই আবাসন জঙ্গিদের টার্গেট হতে পারে, এই আশঙ্কায় আদালতে মামলা করেছিলেন বাসিন্দারা। যদিও আদালত সেই আবেদন খারিজ করে দিয়েছে।
আদালতের রায়ে হতাশ লন্ডনবাসীর প্রশ্ন, নিরাপত্তার নামে তাঁদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে না কি? যুদ্ধকালীন পরিস্থিতি হলে না হয় একটা কথা ছিল! কিন্তু, অলিম্পিক উত্সবের জন্য এত ত্যাগ স্বীকার করতে হবে কেন? আপাতত এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে টেমস নদীর তীরে।

.