WATCH | Mahatma Gandhi On Beer Cans: রাশিয়াই মদের ক্যানে মহাত্মার ছবি! ভাইরাল হল গান্ধীবাদী বিয়ার, ফুঁসে উঠল নেটপাড়া...

Mahatma Gandhi | Russian Beer: ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও দাবি করেছেন। চমকপ্রদ ও অগ্রহণযোগ্য। একটি রুশ ব্রিউয়ারি, রেওয়ার্ট, ‘মহাত্মা জি’ নামে একটি বিয়ার বিক্রি করছে। 

Updated By: Feb 15, 2025, 08:23 PM IST
WATCH | Mahatma Gandhi On Beer Cans: রাশিয়াই মদের ক্যানে মহাত্মার ছবি! ভাইরাল হল গান্ধীবাদী বিয়ার, ফুঁসে উঠল নেটপাড়া...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিয়ারের বোতলে মহাত্মা গান্ধীর ছবি! বিতর্কে জড়াল রাশিয়ান মদ প্রস্তুতকারক সংস্থা। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়াই এই বিয়ার ক্যানের কিছু ছবি ভাইরাল হয়েছে।  সুপর্ণ সতপতি এই রাশিয়ার মদ সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও দাবি করেছেন। তিনি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার বিনীত নিবেদন। বন্ধু পুতিনের সঙ্গে আপনি এই বিষয়টি নিয়ে আলোচনা করুন।’ 

একজন ব্যবহারকারী গান্ধীজির নাম এবং মদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন, “এটি অত্যন্ত অগ্রহণযোগ্য। গান্ধীজির সঙ্গে মদের কী সম্পর্ক? তার নাম ও ছবি মদের সঙ্গে ব্যবহার করা বন্ধ করুন। তিনি মদ্যপানকারী ছিলেন না, তাই তার নাম ও ছবি এমন পণ্যে ব্যবহার করুন, যা তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই।” 

আরেকজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই ব্র্যান্ডিংয়ের নিন্দা করেছেন, বলছেন, “চমকপ্রদ ও অগ্রহণযোগ্য। একটি রুশ ব্রিউয়ারি, রেওয়ার্ট, ‘মহাত্মা জি’ নামে একটি বিয়ার বিক্রি করছে, যা মহাত্মা গান্ধীর শান্তি ও ত্যাগের উত্তরাধিকারকে উপহাস করছে। এটি ভারতের মূল্যবোধ ও এক বিলিয়ন ভারতীয়ের প্রতি অবমাননা।”

২০১৯ সালে, একটি ইসরায়েলি মদ কোম্পানি মহাত্মা গান্ধীর ছবি তার বোতলে ব্যবহার করার জন্য সমালোচনার শিকার হয়েছিল, যা ইসরায়েলের ৭১তম স্বাধীনতা দিবস উদযাপনের অংশ ছিল। পরবর্তীতে, তারা একটি ক্ষমা প্রার্থনা প্রকাশ করেছিল।

আরও পড়ুন: তৈরি হচ্ছে পৃথিবীর ষষ্ঠ মহাসাগর! মুছে যাবে দেশ! পালটে যাবে পৃথিবীর ভূগোলটাই...

একই বছরে, একটি চেক ব্রিউয়ারিকে মহাত্মা ইন্ডিয়া প্যাল এলে নামক বিয়ারটির ব্র্যান্ড পুনরায় পরিবর্তন করতে বাধ্য করা হয়েছিল, এর প্রতি বিরোধিতার ফলে। তেমনি, ২০১৫ সালে, একটি আমেরিকান ব্রিউয়ারিকে ক্ষমা চাইতে হয়েছিল, যখন হায়দ্রাবাদ একটি আদালতে অভিযোগ দায়ের করেছিল এবং এর পরবর্তীতে গান্ধীর ছবি ব্যবহার করা নিয়ে প্রতিবাদ জানানো হয়েছিল বিয়ার ক্যান ও বোতলে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.