লন্ডনের ২৭ তলা বহুতলে ভয়াবহ আগুন; ঘটনাস্থলে দমকলের ৪০টি ইঞ্জিন, ২০০ কর্মী
পশ্চিম লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড। লাটিমার রোডের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেের গ্রিনফেল টাওয়ারে আগুন লাগে। স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে ২৭ তলা বিল্ডিংয়ের দোতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে টপ ফ্লোরে।
ওয়েব ডেস্ক : পশ্চিম লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড। লাটিমার রোডের ল্যাঙ্কাস্টার ওয়েস্ট এস্টেের গ্রিনফেল টাওয়ারে আগুন লাগে। স্থানীয় সময় রাত ১টা ১৬ মিনিটে ২৭ তলা বিল্ডিংয়ের দোতলার একটি ফ্ল্যাটে আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে টপ ফ্লোরে।
'A number' of people injured in huge #London apartment block fire, say police https://t.co/shTcwoOQkI pic.twitter.com/iV7oh35u5d
— The Straits Times (@STcom) June 14, 2017
খবর পেয়ে একে একে ঘটনাস্থলে যায় দমকলের ৪০টি ইঞ্জিন। আগুনের সঙ্গে লড়াই করছেন ২ শতাধিক দমকল কর্মী। আগুন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে, তাতে যে কোনও মুহুর্তে গোটা বহুতল ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে।
BREAKING Tragedy in London Major fire at 27-story Grenfell Tower Notting Hill, in West #London fears of people trapped crying out for help pic.twitter.com/Vq31fLE590
— maxkolonko (@maxkolonko) June 14, 2017
কালো ধোঁয়ায় ভরে গেছে গোটা এলাকা। আতঙ্কে পুরো বিল্ডিং খালি করার নির্দেশ দিয়েছে লন্ডন ফায়ার ব্রিগেড এবং মেট্রোপলিটন পুলিস। আহত বেশকয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, দেখুন, হাইওয়েতে ছুটন্ত গাড়ির মধ্যে কীভাবে ঢোকার চেষ্টা করল সাপ! (Video)