Microsoft: এক ধাক্কায়‌ ১৮০০ কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট! এর পর...

মাইক্রোসফট জানাচ্ছে, 'অন্যান্য কোম্পানির মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করেছি।

Updated By: Jul 14, 2022, 06:41 PM IST
Microsoft: এক ধাক্কায়‌ ১৮০০ কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট! এর পর...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ধাক্কায় ১৮০০ কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট। এটাকে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের অংশ হিসেবে দেখানো হচ্ছে। নিজেদের অর্থবর্ষ ৩০ জুন বন্ধ করার পরই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। 

মাইক্রোসফট জানাচ্ছে, এটা তাদের মোট কর্মীর মাত্র ১ শতাংশের ছাঁটাই। মাইক্রোসফটের বিভিন্ন বিভাগ থেকে এই ছাঁটাই করা হয়েছে-- কনসাল্টিং, কাস্টমার অ্যান্ড পার্টনার সলিউশন ইত্যাদি। তবে মাইক্রোসফট আরও জানিয়েছে, তারা অবশ্য সামনের দিকেই তাকাচ্ছে। ছাঁটাই সত্ত্বেও আমাদের ব্যবসায় বিনিয়োগ হবে এবং কর্মীসংখ্যাও বাড়বে। পাশাপাশি অন্য এক টেক জায়ান্ট গুগল জানিয়েছে, এ বছরের বাকি মাসগুলিতে তারা একটু ধীরে চলো নীতি নিয়ে চলবে। 

মাইক্রোসফট আরও জানাচ্ছে, 'অন্যান্য কোম্পানির মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে পর্যালোচনা করেছি।  এবং সেই আলোচনার জের ধরেই কাঠামোগত কিছু অদল-বদল করা হয়েছে।' কর্মী ছাঁটাইকে তারা কাঠামোগত কিছু অদল-বদলের জের হিসেবেই দেখাচ্ছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

আরও পড়ুন: Wildfires Across Europe: প্রবল গরমে পুড়ছে ইউরোপ, আগুন জ্বলে যাচ্ছে জঙ্গলে...

.