ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে লাইনে আগুন লাগিয়ে দিলেন রেলকর্মীরা, দেখুন

অদ্ভূত অভিজ্ঞতা হচ্ছে মানুষজনের। কোথাও মহিলার চুল ঠান্ডায় খাড়া হয়ে উপর দিকে উঠে যাচ্ছে

Updated By: Feb 1, 2019, 08:02 PM IST
ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে লাইনে আগুন লাগিয়ে দিলেন রেলকর্মীরা, দেখুন

নিজস্ব প্রতিবেদন: হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে মধ্য পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্র। তাপমাত্রা নেমে গিয়েছে কোথাও ২২ ডিগ্রি আবার কোথাও ৪৯ ডিগ্রি। মিনেসোটা, শিকাগো সহ একাধিক জায়গায় একই অবস্থা।

আরও পড়ুন-রাজ্যের কৃষি প্রকল্প নকল করেছেন মোদী, অভিযোগ মমতার

কোনও কোনও জায়গার তাপমাত্র এতটাই নেমেছে যা আন্টার্টিকাকেও হার মানায়। এতে মানুষের জীবনযাত্রা অচল না হলেও ঠান্ডার কামোড় থেকে বাঁচতে বাইরে বের হচ্ছে না অনেকেই।

শিকাগোতে ঠান্ডা এতটাই যে রেলের লাইনে বরফের পুরু আস্তরণ পড়ে গিয়েছে। ট্রেন চালাতে লাইনে আগুন লাগিয়ে বরফ গলানো হচ্ছে।

ঠান্ডা এতটাই যে প্যান বা গ্লাস ভর্তি ফুটন্ত জল ওপরের দিকে ছুড়ে দিলে অদ্ভূত দৃশ্য চোখে পড়ছে। জল মাটিতে পড়ার আগেই তা জমে যাচ্ছে। ওই ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ার পোস্ট করেছেন বহু মানুষ।

আরও পড়ুন-অন্তর্বর্তী বাজেট ২০১৯: বরাদ্দ কমল ২টি নয়া মেট্রো প্রকল্পে

কোথাও দেখা যাচ্ছে সাবানের ফেনার তৈরি বুদবুদ কীভাবে জমে ফেটে যাচ্ছে।

অদ্ভূত অভিজ্ঞতা হচ্ছে মানুষজনের। কোথাও মহিলার চুল ঠান্ডায় খাড়া হয়ে উপর দিকে উঠে যাচ্ছে। কোথাও টয়লেটের প্যানে জল জমে বরফ হয়ে গিয়েছে।

মিনোসোটায় তাপমাত্র এতটাই নেমে গিয়েছে যে লোকজন মজা করে জাগুয়ার গাড়িতে জাগুয়ারের এমব্লেমে সোয়েটার পরিয়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Tags:
.