তানজানিয়ায় মোদী এলেন, ঢাক বাজালেন এবং জয় করলেন
জাপানের পর তানজানিয়া। এবার ভারতীয় বোলের সঙ্গে আফ্রিকান ড্রামের যুগলবন্দি। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দার এস সালামে মোদীর ড্রামের ছন্দ মন কেড়ে নিয়েছে তানজানিয়ার।
ওয়েব ডেস্ক: জাপানের পর তানজানিয়া। এবার ভারতীয় বোলের সঙ্গে আফ্রিকান ড্রামের যুগলবন্দি। সৌজন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দার এস সালামে মোদীর ড্রামের ছন্দ মন কেড়ে নিয়েছে তানজানিয়ার।
মহাত্মা গান্ধীর স্মৃতি জড়িত ট্রেনে সফর। দক্ষিণ আফ্রিকায় ইতিহাসকে ছুঁয়েছিলেন নরেন্দ্র মোদী। তানজানিয়ায় কিন্তু একদম অন্য মুডে প্রধানমন্ত্রী।
দার এস সালামে কেমন ছিল মোদীর অভ্যর্থনা? রেড কার্পেট, গার্ড অফ অনার তো ছিলই। প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগুফুলি।
সেদেশের সংস্কৃতির সঙ্গে তাল মিলিয়ে অভ্যর্থনা জানিয়েছেন তানজানিয়ার প্রেসিডেন্ট। ভারতের প্রধানমন্ত্রীও তা গ্রহণ করলেন নিজস্ব স্টাইলেই। আফ্রিকায় দামামায় ঝড় তুলল ভারতীয় বোল। আর তাতেই মুগ্ধ তানজানিয়া।
মোদীকে এক ঝলক দেখতে রাস্তার পাশে ভিড় করেছিলেন অসংখ্য মানুষ। তাদেরও হতাশ করেননি প্রধানমন্ত্রী। বার বার এগিয়ে হাত মিলিয়েছেন।
একই ট্রেনে চড়লেন মহাত্মা গান্ধী এবং নরেন্দ্র মোদী
উচ্চ পর্যায়ের প্রতিনিধি স্তরের বৈঠক ছাড়াও রবিবার একান্তে বৈঠক করেন মোদী ও মাগুফুলি। একাধিক বিষয়ে পারস্পরিক সহযোগিতায় জোর দিয়েছেন দুই রাষ্ট্রপ্রধান। বেশ কয়েকটি ক্ষেত্রে মউ স্বাক্ষর হয়েছে।
গ্রামীণ আফ্রিকার মহিলা সৌর ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈঠক থেকে অনাবাসী ভারতীয়দের সংবর্ধনা। দিনভর বিভিন্ন অনুষ্ঠানে খোশমেজাজে দেখা গেছে প্রধানমন্ত্রীকে। তানজানিয়া পর মোদীর পরবর্তী স্টপ ওভার কেনিয়ায়।