ক্যাপিটল ভবনে হামলার চেষ্টার অভিযোগে ধৃত ১
সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল মার্কিন গোয়েন্দাসংস্থা এফবিআই। ক্যাপিটল ভবনের কাছ থেকে আটক এল খলিফি (২৯) নামের মরোক্কোর ওই যুবক মার্কিন কংগ্রেসের সভাকক্ষ ওয়াশিংটন ডিসি ভবনে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের।
সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতার করল মার্কিন গোয়েন্দাসংস্থা এফবিআই। ক্যাপিটল ভবনের কাছ থেকে আটক এল খলিফি (২৯) নামের মরোক্কোর ওই যুবক মার্কিন কংগ্রেসের সভাকক্ষ ওয়াশিংটন ডিসি ভবনে আত্মঘাতী বোমা হামলা চালানোর পরিকল্পনা করছিলেন বলে ধারণা মার্কিন গোয়েন্দাদের।
এফবিআই ও মার্কিন ক্যাপিটল পুলিসের দাবি, কয়েক সপ্তাহ ধরে আল কায়দার সঙ্গে জড়িত সন্দেহে ভার্জিনিয়ার ভার্জিনিয়া আলেকজান্দ্রিয়া শহরের বাসিন্দা ৩০ বছরের খলিফির ওপর নজর রাখা হয়েছিলো। গ্রেফতার করার পরই খলিফিকে আদালতে হাজির করা হয়। মার্কিন সম্পত্তি ও নাগরিকদের উপর সশস্ত্র হামলা চালানোর চেষ্টা করছিলেন বলে অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। বুধবার এই মামলার শুনানি হবে।
৯/১১ কাণ্ডের পরই সন্ত্রাসবাদী তৎপরতা বন্ধের উদ্দেশ্যে নিয়মিতভাবে অভিযান চালিয়ে আসছে সে দেশের পুলিস ও গোয়েন্দা বিভাগ। গত বছরের সেপ্টেম্বর মাসে এ রকমই এক অভিযানে রেজওয়ান ফিরদৌস নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পেন্টাগন ও ক্যাপিটল ভবনে বিস্ফোরক বোঝাই দূরনিয়ন্ত্রিত বিমান হামলার পরিকল্পনার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।