ফিরে এলো হারিয়ে যাওয়া সুর
হারিয়ে যাওয়া সেই মন ভোলানো সুর। তবে এই সুর যিনি একবার শুনেছেন তিনি কোনওদিনই ভুলতে পারবেন না। এমনই এই সুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তাঁদের কথাই বলছি।
![ফিরে এলো হারিয়ে যাওয়া সুর ফিরে এলো হারিয়ে যাওয়া সুর](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/02/17/49853-museum-17-2-16.jpg)
ওয়েব ডেস্ক: হারিয়ে যাওয়া সেই মন ভোলানো সুর। তবে এই সুর যিনি একবার শুনেছেন তিনি কোনওদিনই ভুলতে পারবেন না। এমনই এই সুর। হ্যাঁ, ঠিকই ধরেছেন। তাঁদের কথাই বলছি।
মোজার্ট, সালিয়েরি এবং করনেট্টির কম্পোজিশন। তিন সেরা সুরকার। তাঁদের এই কম্পোজিশনটি রাখা ছিল চেক ন্যাশনাল মিউজিক মিউজিয়ামে। সেখান থেকে হারিয়েও যায়। সম্প্রতি এটি খুঁজে পাওয়া গিয়েছে। আর তারপরই এক সঙ্গীত সন্ধ্যার আয়োজন হয় মিউজিয়াম কর্তৃপক্ষের তরফ থেকে। প্রসঙ্গত মিউজিয়াম কর্তৃপক্ষের বক্তব্য, মোজার্ট, সালিয়েরির মধ্যে বিবাদের কথা সুবিদিত। কিন্তু এই কম্পোজিশন প্রমাণ করে এই দুজনের মধ্যে গভীর বন্ধুত্বও ছিল।