Neal Mohan YouTube Chief: এবার ইউটিউবের শীর্ষেও ভারতীয় বংশোদ্ভূত! সুসান ওজসিস্কি পদত্যাগ করলে এলেন নীল মোহন...
Neal Mohan YouTube Chief: মোহন তাঁর কেরিয়ার শুরু করেন অ্যাকসেনচার কোম্পানিতে। সেটা ছিল ১৯৯৬ সাল। তারপর তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী থেকেছে। মোহন তাঁর কেরিয়ারে বেশ কিছু স্ট্র্যাটেজিক স্টার্ট-আপ কোম্পানিকেও নেতৃত্ব দিয়েছেন। সিইও হওয়ার আগেই মোহন ইউটিউবে বেশ কিছু মনে রাখার মতো কাজ করে ফেলেছেন।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সুসান ওজসিস্কি পদত্যাগের কথা ঘোষণা করেছেন। তাঁর জায়গায় আসছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক নীল মোহন। বৃহস্পতিবারই এক ব্লগ পোস্টে ইউটিউবের সিইওর পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন ৫৪ বছর বয়সী সুসান। গুগলের পর এবার ইউটিউবেরও প্রধান হচ্ছেন এক ভারতীয় বংশোদ্ভূতই।
আরও পড়ুন; Machu Picchu: অবশেষে খুলে দেওয়া হল মাচুপিচু! এতদিন কেন বন্ধ ছিল জানেন?
পোস্টটিতে তিনি লিখেছিলেন-- তিনি তাঁর পরিবার, তাঁর শরীরস্বাস্থ্য এবং ব্যক্তিগত কিছু কাজে এবার মনোনিবেশ করতে চান। ২০১৪ সালে তিনি এই পদে যোগ দিয়েছিলেন। এর আগে দীর্ঘদিন ধরে সুসান গুগলের বিজ্ঞাপন ও বাণিজ্য বিভাগের দায়িত্ব সামলেছিলেন। তাঁর জয়গায় আসছেন নীল মোহন। তাঁর বয়স কিছু কম-- ৪৯ বছর। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। অবশ্য ২০১৫ সাল থেকেই নীল মোহন ইউটিউবের পণ্যবিষয়ক দফতরের প্রধান কর্মকর্তা হিসেবে কাজ করে আসছেন।
মোহন তাঁর কেরিয়ার শুরু করেন অ্যাকসেনচার কোম্পানিতে। সেটা ছিল ১৯৯৬ সাল। তারপর তাঁর কেরিয়ারের গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী থেকেছে। মোহন তাঁর কেরিয়ারে বেশ কিছু স্ট্র্যাটেজিক স্টার্ট-আপ কোম্পানিকেও নেতৃত্ব দিয়েছেন। সিইও হওয়ার আগেই মোহন ইউটিউবে বেশ কিছু মনে রাখার মতো কাজ করে ফেলেছেন। ইউটিউব প্রিমিয়াম, মিউজিক স্ট্রিমিংয়ের ক্ষেত্রে তিনি কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতিমধ্যেই নিয়েছেন।
ইউটিউবের জন্মলগ্ন থেকেই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বিদায়ী সিইও সুজান। গুগলেরও শুরুর দিকের অন্য়তম প্রধান কর্মচারী ছিলেন তিনি। গত ২৫ বছর ধরে তিনি গুগলের প্রতিষ্ঠাতা সংস্থা অ্যালফাবেটের সঙ্গে যুক্ত। গুগলের আগে তিনি ইন্টেল সংস্থাতেও কাজ করেছেন। সব থেকে মনে রাখার মতো ব্যাপার, তাঁর বাড়ির গারাজ থেকেই পথচলা শুরু করেছিল ইউটিউব। এর পরে তিনি গুগলে যোগ দেন। সেখানে বিজ্ঞাপন পণ্য বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন। পরে ২০১৪ সালে ইউটিউবের সিইও হন। গত ৯ বছর ধরে তিনি এই পদের দায়িত্ব পালন করছেন।