ভারত যখন কাউন্টডাউনে, তখন নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা নিউজিল্যাণ্ড, অকল্যান্ড, অষ্ট্রেলিয়া
স্বাগত ২০১৬। নতুন বছরকে স্বাগত জানাল গোটা বিশ্ব। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশে বর্ষবরণ শুরু হয়ে যায় ভারতীয় সময়ে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যাতেই। আলোর রোশনাই, নাচ গান সহযোগে নতুন বছরকে বরণ করেন বিশ্ববাসী। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেতেই নিউজিল্যাণ্ডে অকল্যান্ডে শুরু হয় বর্ষবরণের হুল্লোড়। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ টায় নতুন বছরকে বরণ করে নিল অষ্ট্রেলিয়ার সিডনি। আলোর রেশনাইয়ে সেজে ওঠে সিডনি হারবার ব্রিজ, অপেরা হাউস। সঙ্গে চোখ ধাঁধানো আতসবাজি। ভোররাতে বর্ষবরণের উত্সবে মেতে ওঠেন রাশিয়ার মানুষ। ক্রেমলিনসহ বিভিন্ন এলাকায় আলোর রোশনাইতে সাজানো হয় বহুতলগুলি। চলে আতসবাজি ফাটানো।
![ভারত যখন কাউন্টডাউনে, তখন নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা নিউজিল্যাণ্ড, অকল্যান্ড, অষ্ট্রেলিয়া ভারত যখন কাউন্টডাউনে, তখন নিউ ইয়ার সেলিব্রেশনে মাতোয়ারা নিউজিল্যাণ্ড, অকল্যান্ড, অষ্ট্রেলিয়া](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/01/01/47258-2world.jpg)
ওয়েব ডেস্ক: স্বাগত ২০১৬। নতুন বছরকে স্বাগত জানাল গোটা বিশ্ব। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তাইল্যান্ড, ইন্দোনেশিয়াসহ বেশকিছু দেশে বর্ষবরণ শুরু হয়ে যায় ভারতীয় সময়ে বৃহস্পতিবার বিকেল ও সন্ধ্যাতেই। আলোর রোশনাই, নাচ গান সহযোগে নতুন বছরকে বরণ করেন বিশ্ববাসী। ভারতীয় সময় অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটেতেই নিউজিল্যাণ্ডে অকল্যান্ডে শুরু হয় বর্ষবরণের হুল্লোড়। ভারতীয় সময় সন্ধে সাড়ে ছ টায় নতুন বছরকে বরণ করে নিল অষ্ট্রেলিয়ার সিডনি। আলোর রেশনাইয়ে সেজে ওঠে সিডনি হারবার ব্রিজ, অপেরা হাউস। সঙ্গে চোখ ধাঁধানো আতসবাজি। ভোররাতে বর্ষবরণের উত্সবে মেতে ওঠেন রাশিয়ার মানুষ। ক্রেমলিনসহ বিভিন্ন এলাকায় আলোর রোশনাইতে সাজানো হয় বহুতলগুলি। চলে আতসবাজি ফাটানো।