পেশোয়ারে রাজনৈতিক সমাবেশে বিস্ফোরণ, মৃত ৯

পাকিস্তানে আওয়ামী ন্যাশানাল পার্টির সমাবেশ চলাকালীন বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯। আওয়ামী নেতা গুলাম আহমেদ বিলোরের বক্তব্য চলার সময়ই বিস্ফোরণ হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, "এএনপি সমাবেশ স্থলে বহু মানুষ ভিড় করেছিলেন। সেখানে এক আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়।"

Updated By: Apr 16, 2013, 10:58 PM IST

পাকিস্তানে আওয়ামী ন্যাশানাল পার্টির সমাবেশ চলাকালীন বিস্ফোরণে ৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ৪৯। আওয়ামী নেতা গুলাম আহমেদ বিলোরের বক্তব্য চলার সময়ই বিস্ফোরণ হয়। স্থানীয় প্রশাসন জানিয়েছে, "এএনপি সমাবেশ স্থলে বহু মানুষ ভিড় করেছিলেন। সেখানে এক আত্মঘাতী জঙ্গি নিজেকে উড়িয়ে দেয়।"
বিস্ফোরণের নিশানায় ছিলেন বিলোর। প্রাণে বাঁচলেও চোট লেগেছে তাঁর। জানা গিয়েছে এই ঘটনায় এসআইচও আবিদ খান ও দুই কনস্টেবল সহ পাঁচ পুলিসকর্মীর মৃত্যু হয়েছে। বিস্ফোরণে এক সাংবাদিক সহ আহত বহু মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আওয়ামী দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নিরাপত্তা ব্যবস্থায় খামতি রাখার অভিযোগ আনা হয়েছে। এই মর্মে কমিশনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানিয়েছে দল।
বিস্ফোরণে আশেপাশের বেশকিছু দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর।

.