'সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে কোনও যুক্তি হয় না', আন্তর্জাতিক মঞ্চে সরব সুষমা
!['সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে কোনও যুক্তি হয় না', আন্তর্জাতিক মঞ্চে সরব সুষমা 'সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে কোনও যুক্তি হয় না', আন্তর্জাতিক মঞ্চে সরব সুষমা](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/09/21/94141-473886-414178-sushma-swaraj18.09.15.jpg)
ওয়েব ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের সন্ত্রাসবাদ ইস্যুতে সুর চড়ালেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। বুধবার নিউইয়র্কের সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) বৈঠকে সুষমা স্বরাজ বলেন, ''সন্ত্রাসবাদী কার্যকলাপ কখনই মেনে নেবে না ভারত। সন্ত্রাসের বিরুদ্ধে মোকাবিলা করতে ভারত সর্বদা প্রস্তুত।''
এসসিও অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে সমন্বয় সাধনের ওপরও বিশেষ জোর দেন তিনি। তাঁর কথায়, '' এসসিও অন্তর্ভুক্ত দেশগুলির মধ্যে সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলাই ভারতের প্রধান লক্ষ্য। এসসিও সদস্য হিসাবে ভারত চায় এটিকে একটি কার্যকর আঞ্চলিক মঞ্চ হিসাবে গড়ে তুলতে।'' তিনি আবারও মনে করিয়ে দেন, পারস্পরিক সহযোগিতা ও মানুষের মধ্যে বিশ্বাস গড়ে তোলার জন্য সুদৃঢ় যোগাযোগ ব্যবস্থা চায় ভারত। প্রসঙ্গত, ভারত, পাকিস্তান, চিন, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাখাস্তান, কিরগিজস্তান এসসিও-র সদস্য।