এবার ম্যানহ্যাটন, আবার বন্দুকবাজের হামলায় মৃত্যু আমেরিকাতে

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন এক পথচারী সহ দুজন, আহত হয়েছেন কমপক্ষে দশ জন। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে আজ স্থানীয় সময় সকাল নটা নাগাদ আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ।

Updated By: Aug 24, 2012, 09:16 PM IST

নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে বন্দুকবাজের গুলিতে প্রাণ হারালেন এক পথচারী সহ দুজন, আহত হয়েছেন কমপক্ষে দশ জন। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সামনে আজ স্থানীয় সময় সকাল নটা নাগাদ আচমকাই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে এক বন্দুকবাজ। পুলিসের সঙ্গে রীতিমতো গুলির লড়াই শুরু হয় ওই বন্দুকবাজের। সংবাদসংস্থা রয়টার্স সূত্রের খবর, পুলিসের গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকবাজের।
নাইন ইলেভেনের জঙ্গি হামলার পর খাস ম্যানহাটনে এই ধরনের ঘটনা এই প্রথম ঘটল। সকালে ব্যস্ত সময়ে এই হামলায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে প্রাথমিকভাবে এই ঘটনা জঙ্গি হামলা নয় বলেই মনে করছে পুলিস। প্রাথমিক তদন্তে জানা গেছে ব্যবসা সংক্রান্ত কোনও গণ্ডগোল থেকেই ঘটনার সূত্রপাত। চলতি মাসে এই নিয়ে তৃতীয়বার আমেরিকায় এই ধরনের বন্দুকবাজের হামলা হল। এর আগে কলোরাডোর ডেনভারে প্রেক্ষাগৃহে এক বন্দুকবাজের হামলায় প্রাণ হারান বারো জন। তার কয়েক দিন পরেই উইসকনসিনে একটি গুরুদ্বারে গুলি চালানোর ঘটনায় মারা যান সাতজন।

.